হোম > সারা দেশ > পাবনা

পাবনায় জব্দকৃত সিএনজিচালিত অটোরিকশা পুলিশি হেফাজতে ভস্মীভূত হওয়ার অভিযোগ

পাবনা প্রতিনিধি

পুড়ে যাওয়া সিএনজিচালিত অটোরিকশা। শনিবার দুপুরে পাবনা পুলিশ লাইন থেকে তোলা। ছবি: আজকের পত্রিকা

পাবনায় যৌথ বাহিনীর অভিযানে জব্দকৃত তিনটি সিএনজিচালিত অটোরিকশা পুলিশি হেফাজতে থাকাবস্থায় ভস্মীভূত হওয়ার অভিযোগ উঠেছে।

শনিবার (২১ জুন) সকালে পুলিশ লাইনের স্টাফ মেসের সামনের মাঠে রাখা অটোরিকশাগুলো আগুনে পুড়ে যায়।

এর আগে শুক্রবার (২০ জুন) এসব অটোরিকশা আটক করা হয়। যান্ত্রিক ত্রুটির কারণে এ ঘটনা ঘটতে পারে বলে মনে করছে পুলিশ। তবে পুলিশি হেফাজতে এমন ঘটনা অস্বাভাবিক জানিয়ে ক্ষতিপূরণ দাবি করেছেন ভুক্তভোগীরা।

পুলিশ ও ভুক্তভোগী অটোরিকশা চালকদের সঙ্গে কথা বলে জানা যায়, শুক্রবার সকালে সদর উপজেলার গাছপাড়া বাইপাস থেকে ফিটনেস ও কাগজপত্রে ত্রুটি থাকার অভিযোগে বেশ কিছু সিএনজিচালিত অটোরিকশা জব্দ করে জরিমানা ও মামলা দেয় যৌথ বাহিনী। পরে জব্দকৃত অটোরিকশাগুলো পুলিশ লাইন কম্পাউন্ডে স্টাফ মেসের সামনের মাঠে রাখা হয়।

সেখানে থাকাবস্থায় শনিবার সকালে হঠাৎ তিনটি অটোরিকশা থেকে আগুন ও ধোঁয়া উঠতে দেখা যায়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা সে আগুন নেভাতে চেষ্টা করলেও একটি অটোরিকশা সম্পূর্ণ ভস্মীভূত এবং আরও দুটি আংশিক পুড়ে যায়।

ভুক্তভোগীদের দাবি, শুরু থেকে পাবনার সড়কগুলোতে সিএনজিচালিত অটোরিকশা চালানোয় সমস্যা না থাকলেও কোনো নোটিশ ছাড়া হঠাৎ শুক্রবার বেশ কিছু অটোরিককশা জব্দ করে মামলা দেয় যৌথ বাহিনী। এরপর চালকেরা ভালো গাড়ি রেখে গেলেও পরদিন সকালে পুলিশ জানায় আগুনে পুড়ে গেছে তিনটি গাড়ি।

এ ব্যাপারে ভুক্তভোগী হাফিজুল ইসলাম বলেন, ‘নিজে গাড়ি পুলিশ লাইনের ভেতরে রেখে গেছি। পুলিশ চাবি নিয়ে মামলার টোকেন ধরিয়ে দিল। টাকা নেই, বাধ্য হয়ে চাচার কাছ থেকে ধার করে ১০ হাজার টাকা নিয়ে মামলা ভাঙিয়ে আসার পর পুলিশ বলছে, একাই আগুন লেগে গাড়ি পুড়ে গেছে। গিয়ে দেখি গাড়ি একেবারে ভস্মীভূত হয়ে গেছে। শুধু সামনের গ্লাসটা আছে। কয়েক দিন ধরে টানা বৃষ্টি। এর মধ্যে পুলিশি হেফাজতে কীভাবে গাড়িতে আগুন লাগল? আর ৩ লাখ টাকার ক্ষতিপূরণ এখন কে দেবে? হয় অক্ষত অবস্থায় আমার গাড়ি ফিরিয়ে দিক, না হয় দ্রুত ক্ষতিপূরণের ব্যবস্থা করুক। তা ছাড়া আমি কীভাবে সংসার চালাব।’

পুড়ে যাওয়া সিএনজিচালিত অটোরিকশা। শনিবার দুপুরে পাবনা পুলিশ লাইন থেকে তোলা। ছবি: আজকের পত্রিকা

আটঘরিয়ার অটোরিকশাচালক মোস্তফা কামাল বলেন, ‘হঠাৎ সকালে শুনি গাড়িতে আগুন লেগেছে। ছুটে এসে জানলাম আমার গাড়ির পেছনের তিনটি গাড়িতে আগুন লেগেছে। অল্পের জন্য আমারটা বেঁচে গেছে। কিন্তু প্রশ্ন থেকেই যায়, পুলিশের কাছে আমাদের গাড়ি নিরাপদ কি না।’

এ বিষয়ে পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মশিউর রহমান মণ্ডল বলেন, ‘বিষয়টি পুরোপুরি জানি না। তবে শুনেছি একটি অটোরিকশায় হঠাৎ আগুন লেগে যায় এবং তার দুইপাশে থাকা দুটি অটোরিকশাও কিছুটা ক্ষতিগ্রস্ত হয়।’ তিনি বলেন, অটোরিকশার সিলিন্ডার লিকেজ হয়ে এমনটি ঘটতে পারে। সেটির দায় তো পুলিশ নেবে না। তা ছাড়া পুরো পুলিশ লাইন এরিয়া সিসি ক্যামেরার আওতাভুক্ত। ঠিক কীভাবে আগুন ধরল, সেটি খতিয়ে দেখা হবে।’

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ভ্যানচালক ফারুক হত্যা মামলার ৬ আসামি পালানোর সময় গ্রেপ্তার

সিরাজগঞ্জে ৯২৩ ভোটকেন্দ্রের ১৭৮টি ‘অধিক ঝুঁকিপূর্ণ’

নাগরিকত্ব ছেড়ে যুক্তরাজ্যপ্রবাসীর মনোনয়নপত্র দাখিল, হলফনামায় নেই স্বাক্ষর

মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে রাজশাহী

রাজশাহীতে কৃষক লীগ নেত্রী ও আ.লীগ সমর্থক আইনজীবীর মনোনয়নপত্র দাখিল

খালেদা জিয়ার মৃত্যু: শোকে স্তব্ধ বগুড়াবাসী

কম্বল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৩

শিক্ষক নেটওয়ার্ক বন্ধের আহ্বান জানাচ্ছি: রাকসু জিএস আম্মার

রাজশাহী-৫ আসনে জামায়াতের প্রার্থী পরিবর্তন