হোম > সারা দেশ > রাজশাহী

দুপুরে নিখোঁজ শিশু, রাতে পুকুরে মিলল মরদেহ

দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি

রাজশাহীর দুর্গাপুর উপজেলায় নিখোঁজের সাত ঘণ্টা পর পুকুর থেকে আমান (৭) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার রাত সাড়ে ৯টার দিকে শিশুটির বাড়ির পাশের একটি পুকুর থেকে মরদেহটি তোলা হয়। সে দুর্গাপুর পৌর এলাকার ধরমপুর গ্রামের আসরাফ আলী মন্টুর ছেলে।  

বিষয়টি নিশ্চিত করেছেন আমানের মামা এনামুল হক। তিনি বলেন, ভাগনে আমান দুপুর ২টার দিকে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পরও তাকে পাওয়া যাচ্ছিল না। পরে সন্ধ্যায় এলাকায় মাইকিং করা হয় এবং সন্ধান চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দেওয়া হয়। এর পরও তার সন্ধান পাওয়া যায়নি। পরে রাত সাড়ে ৯টার দিকে বাড়ির পাশে একটি পুকুরে আমানের মরদেহ ভেসে উঠতে দেখে লোকজন। পরে পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

এনামুল হক আরও জানান, স্থানীয় লোকজনের ভাষ্যমতে, আমান বিকেলে পুকুরের ধারে রাজহাঁস তাড়া করে বেড়াচ্ছিল। হয়তো পুকুরের ধারে রাজহাঁস তাড়াতে গিয়ে সে পানিতে পড়ে ডুবে যায়।

এ বিষয়ে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, খবর পেয়েছি। পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

প্রথম আলো, ডেইলি স্টারসহ সুশীল সংবাদপত্র অবশ্যই বন্ধ করতে হবে: রাকসু ভিপি

বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থীর মনোনয়ন ফরম তুললেন দণ্ডিত আসামি, খুঁজে পায় না পুলিশ

ভেকু দিয়ে যুবককে হত্যার ঘটনায় ৭ জনের বিরুদ্ধে মামলা

রাজশাহীতে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো আ.লীগ পরিত্যক্ত কার্যালয়

বগুড়ায় স্ত্রীকে হত্যা করে সেপটিক ট্যাংকে লাশ ফেলে থানায় নিখোঁজের জিডি

রাবিতে আওয়ামীপন্থী ডিনদের পদত্যাগের আলটিমেটাম রাকসুর জিএস আম্মারের

ঋত্বিক ঘটকের পৈতৃক ভিটা ভাঙচুরের সঙ্গে জড়িতদের শাস্তির দাবি

রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন অভিমুখে যাত্রা, পুলিশি বাধায় পণ্ড

আবাদি জমিতে পুকুর খননে বাধা, কৃষককে এক্সকাভেটরের নিচে ফেলে হত্যা

ইউপি সদস্যের কার্যালয়ে আটকে রাখা ব্যক্তির লাশ উদ্ধার, নির্যাতনে মৃত্যুর অভিযোগ