হোম > সারা দেশ > রাজশাহী

দুপুরে নিখোঁজ শিশু, রাতে পুকুরে মিলল মরদেহ

দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি

রাজশাহীর দুর্গাপুর উপজেলায় নিখোঁজের সাত ঘণ্টা পর পুকুর থেকে আমান (৭) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার রাত সাড়ে ৯টার দিকে শিশুটির বাড়ির পাশের একটি পুকুর থেকে মরদেহটি তোলা হয়। সে দুর্গাপুর পৌর এলাকার ধরমপুর গ্রামের আসরাফ আলী মন্টুর ছেলে।  

বিষয়টি নিশ্চিত করেছেন আমানের মামা এনামুল হক। তিনি বলেন, ভাগনে আমান দুপুর ২টার দিকে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পরও তাকে পাওয়া যাচ্ছিল না। পরে সন্ধ্যায় এলাকায় মাইকিং করা হয় এবং সন্ধান চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দেওয়া হয়। এর পরও তার সন্ধান পাওয়া যায়নি। পরে রাত সাড়ে ৯টার দিকে বাড়ির পাশে একটি পুকুরে আমানের মরদেহ ভেসে উঠতে দেখে লোকজন। পরে পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

এনামুল হক আরও জানান, স্থানীয় লোকজনের ভাষ্যমতে, আমান বিকেলে পুকুরের ধারে রাজহাঁস তাড়া করে বেড়াচ্ছিল। হয়তো পুকুরের ধারে রাজহাঁস তাড়াতে গিয়ে সে পানিতে পড়ে ডুবে যায়।

এ বিষয়ে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, খবর পেয়েছি। পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বিনা মামলায় আ.লীগের নেতা-কর্মী গ্রেপ্তার হলে থানা ঘেরাও করব: হারুনুর রশীদ

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ২ ভারতীয় নাগরিক আটক, বিএসএফের কাছে হস্তান্তর

প্রক্সির মাধ্যমে ভর্তি হওয়া রাবির তিন শিক্ষার্থীকে বহিষ্কার

সীমান্ত দিয়ে আসা অস্ত্র দেশের নিরাপত্তার জন্য হুমকি: বিজিবির রাজশাহী সেক্টর কমান্ডার

বাঘায় অস্ত্র, গুলিসহ যুবক আটক