হোম > সারা দেশ > রাজশাহী

দুপুরে নিখোঁজ শিশু, রাতে পুকুরে মিলল মরদেহ

দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি

রাজশাহীর দুর্গাপুর উপজেলায় নিখোঁজের সাত ঘণ্টা পর পুকুর থেকে আমান (৭) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার রাত সাড়ে ৯টার দিকে শিশুটির বাড়ির পাশের একটি পুকুর থেকে মরদেহটি তোলা হয়। সে দুর্গাপুর পৌর এলাকার ধরমপুর গ্রামের আসরাফ আলী মন্টুর ছেলে।  

বিষয়টি নিশ্চিত করেছেন আমানের মামা এনামুল হক। তিনি বলেন, ভাগনে আমান দুপুর ২টার দিকে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পরও তাকে পাওয়া যাচ্ছিল না। পরে সন্ধ্যায় এলাকায় মাইকিং করা হয় এবং সন্ধান চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দেওয়া হয়। এর পরও তার সন্ধান পাওয়া যায়নি। পরে রাত সাড়ে ৯টার দিকে বাড়ির পাশে একটি পুকুরে আমানের মরদেহ ভেসে উঠতে দেখে লোকজন। পরে পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

এনামুল হক আরও জানান, স্থানীয় লোকজনের ভাষ্যমতে, আমান বিকেলে পুকুরের ধারে রাজহাঁস তাড়া করে বেড়াচ্ছিল। হয়তো পুকুরের ধারে রাজহাঁস তাড়াতে গিয়ে সে পানিতে পড়ে ডুবে যায়।

এ বিষয়ে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, খবর পেয়েছি। পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

দেশকে পাল্টে দিতে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা

নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে ১ লাখ পুলিশকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

রাবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, আসনপ্রতি লড়ছেন ৫৯ পরীক্ষার্থী

ভর্তি পরীক্ষায় বসে বাবাকে প্রশ্নপত্রের ছবি পাঠাতে গিয়ে ধরা

রাবিতে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

‎রাবিতে ভর্তি পরীক্ষায় ডিপসিক এআইয়ে উত্তর খুঁজছিল এক পরীক্ষার্থী

প্রতীক বরাদ্দের আগেই ফেসবুকে প্রচার, প্রার্থীকে আদালতে তলব

রাজশাহীতে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

নির্বাচনে ব্যাপক প্রভাব কালোটাকার: বদিউল আলম

রাবিতে ভর্তি পরীক্ষা শুরু কাল, মানতে হবে যেসব নির্দেশনা