হোম > সারা দেশ > নাটোর

মদ তৈরির কাঁচামালসহ নারী আটক

লালপুর (নাটোর) প্রতিনিধি

পুলিশের হাতে আটক নারী। ছবি: সংগৃহীত

নাটোরের লালপুরে অবৈধ বাংলা মদের কারখানায় যৌথ বাহিনী বিশেষ অভিযান পরিচালনা করে মদ তৈরির কাঁচামালসহ মোসা. নাছিমা আক্তার (৪৩) নামের এক নারীকে আটক করেছে। আজ শনিবার (১৯ জুলাই) আদালতের মাধ্যমে তাঁকে নাটোর জেলহাজতে পাঠানো হয়।

গ্রেপ্তার নাছিমা উপজেলার মাঝগ্রাম পশ্চিমপাড়ার হাসেম মালিথার স্ত্রী।

পুলিশ সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার সন্ধ্যায় উপজেলার মাঝগ্রাম পশ্চিমপাড়ায় বিশেষ অভিযান পরিচালনা করে। স্থানীয় সংবাদের ভিত্তিতে চালানো এ অভিযানে তিনটি বাড়িতে তল্লাশি চালিয়ে ৬৫টি বালতিতে সংরক্ষিত আনুমানিক ৮০০ লিটার মদ তৈরির কাঁচামাল, প্রস্তুত ৩০ লিটার বাংলা মদ এবং নগদ ৫০ হাজার টাকা জব্দ করা হয়। অভিযানে ঘটনাস্থল থেকে মোসা. নাছিমা আক্তার নামের এক নারীকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন ধরে অবৈধভাবে বাংলা মদ উৎপাদন ও বাজারজাতকরণের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক নারী মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আজ শনিবার আদালতের মাধ্যমে তাঁকে নাটোর জেলহাজতে পাঠানো হয়েছে।

চিড়িয়াখানা ফাঁকা করে আবার প্রাণ ফেরানোর চেষ্টায় রাসিক

কৃষকেরা ধানের বীজতলা পলিথিন দিয়ে ঢেকে রাখেন যে কারণে

প্রাথমিকের শতভাগ বই এলেও সংকট মাধ্যমিকে

নারীকে গলা কেটে হত্যা, সাবেক স্বামী আটক

দেশের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে রাজশাহী

রাজশাহীতে প্রাথমিকের শতভাগ বই পৌঁছেছে, বিদ্যালয়গুলোতে যাচ্ছে নতুন বই

রাবি অফিসার সমিতি নির্বাচন: বিএনপিপন্থীদের নিরঙ্কুশ জয়, জামায়াতপন্থীদের ভরাডুবি

বিএনপিতে বিরোধ: রাজশাহীর ৪টি আসনে কোন্দল প্রকাশ্যে

তিনটি গরুর সঙ্গে মোটরসাইকেলের তেলও নিয়ে গেছে চোরেরা

তারেক রহমানের প্রত্যাবর্তন: বিএনপির নেতা-কর্মীদের বহনে পশ্চিমে চার জোড়া বিশেষ ট্রেন