হোম > সারা দেশ > রাজশাহী

স্ত্রীকে হাতুড়িপেটার পর মাথা ন্যাড়া করে দিলেন স্বামী

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি

নাটোরের বাগাতিপাড়ায় জমি লিখে না দেওয়ায় স্ত্রীকে হাতুড়িপেটার পর মাথার চুল ন্যাড়া করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে স্বামীর বিরুদ্ধে।

আজ সোমবার সকালে উপজেলার ফাগুয়াড়দিয়াড় ইউনিয়নের কলাবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই নারীর স্বামী মসে সরকারকে (৬১) গ্রেপ্তার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন বাগাতিপাড়া মডেল থানার পরিদর্শক (তদন্ত) বেনজির আহমেদ।

জানা গেছে, ঘটনার পর স্বজনেরা ভুক্তভোগীকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন। স্বামী মসে সরকার ওই এলাকার বাসিন্দা।

ভুক্তভোগী নারী বলেন, বেশ কিছুদিন থেকে জমি লিখে নেওয়ার জন্য তাঁর স্বামী তাঁকে নির্যাতন করছিল। কিন্তু তিনি দিতে রাজি না হওয়ায় ঘটনার দিন সকালে তাঁর স্বামী নিজ ঘরে ওড়না দিয়ে দুই হাত বেঁধে শারীরিকভাবে নির্যাতন করতে থাকেন।

একপর্যায়ে হাতুড়ি দিয়ে হাতের ওপর আঘাত করেন। পরে তিনি চিৎকার করলে তাঁর স্বামী আরও রেগে গিয়ে তাঁর মাথার চুল কেটে ন্যাড়া করে দেন।

পরে স্থানীয়রা স্বজনদের খবর দিলে তাঁরা এসে তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক রেজাউল করিম আজকের পত্রিকাকে বলেন, ‘ভুক্তভোগীর শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এ ছাড়া তিনি হাতে গুরুতর আঘাত পেয়েছেন। হাত ভেঙে গিয়েছে কি না তা এক্স-রে করার পরে জানা যাবে।’

এ বিষয়ে বাগাতিপাড়া মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বেনজির আহমেদ বলেন, ‘খবর পেয়ে অভিযুক্ত স্বামীকে আটক করা হয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ২ ভারতীয় নাগরিক আটক, বিএসএফের কাছে হস্তান্তর

প্রক্সির মাধ্যমে ভর্তি হওয়া রাবির তিন শিক্ষার্থীকে বহিষ্কার

সীমান্ত দিয়ে আসা অস্ত্র দেশের নিরাপত্তার জন্য হুমকি: বিজিবির রাজশাহী সেক্টর কমান্ডার

বাঘায় অস্ত্র, গুলিসহ যুবক আটক

রাজশাহীতে তাপমাত্রা নামল ৭ ডিগ্রিতে

রাজশাহীর ৬ আসন: দুই দলের ৮ প্রার্থীর ভরসা ধারের টাকা

গাড়িতে মিলল ৩৭ লাখ টাকা, এলজিইডির প্রকৌশলীর বিরুদ্ধে দুদকের মামলা