হোম > সারা দেশ > রাজশাহী

শেরপুরে বিস্ফোরক আইনের মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার

শেরপুর (বগুড়া) প্রতিনিধি  

গ্রেপ্তার নাজমুল হাসান। ছবি: সংগৃহীত

বগুড়ার শেরপুরে বিএনপি নেতা গোলাম মোহাম্মদ সিরাজের নির্বাচনী প্রচারণায় হামলা, বিস্ফোরণ ও অগ্নিসংযোগের মামলায় যুবলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার শুভগাছা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার নাজমুল হাসান (৪৪) খানপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি। তিনি শেরপুর উপজেলা যুবলীগের সভাপতি তরিকুল ইসলাম তারেকের ঘনিষ্ঠজন বলে জানিয়েছে পুলিশ।

এজাহার সূত্রে জানা যায়, ২০১৮ সালের ২৪ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনে বিএনপি দলীয় প্রার্থী গোলাম মোহাম্মদ সিরাজ তাঁর নির্বাচনী প্রচারণার সময় হামলার শিকার হন। ওই দিন গোসাইবাড়ি বটতলা এলাকায় প্রচারণায় অংশ নেওয়া তাঁর মোটরসাইকেল, মাইক্রোবাস ও জিপ বহরে অতর্কিত হামলা চালানো হয়। এতে বেশ কয়েকজন আহত হন।

গত ১৫ নভেম্বর কুসুম্বি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা গোলাপ বাদী হয়ে এ ঘটনায় মামলা করেন। মামলায় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ৭৪ জনের নাম উল্লেখ করা হয় এবং অজ্ঞাতনামা অনেককে আসামি করা হয়।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, নাজমুল হাসান এই মামলার এজাহারভুক্ত আসামি নন। কিন্তু তদন্তে এই ঘটনায় তার সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেছে। দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

শিশু সাজিদের পরিবারকে অনুদান দিল জামায়াত

বগুড়ায় ট্রাকচাপায় কলেজছাত্র নিহত

দুই ধান ব্যবসায়ীর ১০ লাখ টাকা ও কৃষকের তিনটি গরু চুরি

রাবিতে ৬ ডিনের চেম্বারে তালা, দায়িত্ব ছাড়তে রাজি হয়েছেন বলে জানালেন জিএস আম্মার

‘অপারেশন জিরো টলারেন্স ফর ফ্যাসিজম’ কর্মসূচি ঘোষণা রাকসুর জিএস আম্মারের

রাজশাহীতে ওসমান হাদির গায়েবানা জানাজা

প্রথম আলো, ডেইলি স্টারসহ সুশীল সংবাদপত্র অবশ্যই বন্ধ করতে হবে: রাকসু ভিপি

বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থীর মনোনয়ন ফরম তুললেন দণ্ডিত আসামি, খুঁজে পায় না পুলিশ

ভেকু দিয়ে যুবককে হত্যার ঘটনায় ৭ জনের বিরুদ্ধে মামলা

রাজশাহীতে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো আ.লীগ পরিত্যক্ত কার্যালয়