হোম > সারা দেশ > রাজশাহী

বোমা-বন্দুক পুলিশের পকেটেই থাকে: বুলবুল

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

বিএনপির নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এবং রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল বলেছেন, ‘বোমা-বন্দুক পুলিশের পকেটেই থাকে। এগুলো বিএনপির নেতাকর্মীদের পকেটে ঢুকিয়ে মিথ্যা মামলা দায়ের করা হয়।’

বিএনপির নেতাকর্মীদের গ্রেপ্তার ও হয়রানির প্রতিবাদে রাজশাহী মহানগর বিএনপি আয়োজিত সংবাদ সম্মেলনে আজ বুধবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন মোসাদ্দেক হোসেন বুলবুল। বেলা ১১টার দিকে নগরীর মালোপাড়ায় দলীয় কার্যালয়ে আয়োজিত এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। 

মোসাদ্দেক হোসেন বুলবুল বলেন, ‘পুলিশ এখন বিএনপির যাকেই ধরবে, সেখানেই বোমা না হলে বন্দুক পাবে, না হলে অন্য কিছু পাবে। কারণ এগুলো পুলিশের নিজের পকেটেই থাকে। এগুলো বিএনপির কর্মীর পকেটে ঢোকাতে দুই মিনিট সময়ও লাগে না।’ 

ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করে সাইবার নিরাপত্তা আইন করার সিদ্ধান্তের বিষয়ে বিএনপির এই নেতা বলেন, ‘আপনাদের (সাংবাদিকদের) অনেক সহকর্মীকে ইতিমধ্যে জেলখানায় বন্দী করে রাখছে ডিজিটাল নিরাপত্তা আইনের নামে। ডিজিটাল নিরাপত্তা আইন পরিশোধন করা হচ্ছে শুনেছি। এটা নতুন বোতলে পুরনো মদ ঢালার মতো। বিএনপির যেসব নেতারা সামনে নির্বাচনে অংশ নেওয়ার মতো, তাঁদের বিরুদ্ধে কেস-কাচারি করা হচ্ছে।’ 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ আলী। তিনি বলেন, গত ২৮ জুলাই ঢাকায় বিএনপির মহাসমাবেশের আগে ২৬ জুলাই রাতে ধানমন্ডির একটি বাসা থেকে বিএনপির কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও পুনর্বাসনবিষয়ক সহসম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শফিকুল হক, জেলা যুবদলের সাবেক সভাপতি আনোয়ার হোসেন, তানোর পৌরসভার সাবেক মেয়র ও বিএনপির নেতা মিজানুর রহমানসহ আরও কয়েকজন নেতাকে আটক করে পুলিশ। জামিনে মুক্তি লাভের পর জেলগেট থেকে বাইরে বেরিয়ে আসার সময় নতুন দুটি ‘মিথ্যা মামলায়’ শফিকুলকে আবার গ্রেপ্তার করা হয়। 

লিখিত বক্তব্যে বলা হয়, ৬ আগস্ট রাজশাহী নগরের রাজপাড়া থানার পুলিশ বিএনপির বেশ কয়েকজনকে আসামি করে মামলা দিয়েছে। এই মামলায় বিএনপির কেন্দ্রীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহিন শওকত ও মহানগর যুবদলের আহ্বায়ক মাহফুজুর রহমানের নাম রয়েছে। 

উদ্দেশ্যমূলকভাবে বিরোধী দলের নেতা-কর্মীকে হয়রানি করা ও কষ্ট দেওয়ার জন্য এই মামলা দেওয়া হয়েছে। সংবাদ সম্মেলন থেকে গ্রেপ্তার নেতাকর্মীদের মুক্তি দাবি করা হয়। 

সংবাদ সম্মেলনে মহানগর বিএনপির সদস্যসচিব মামুনুর রশিদ মামুনসহ অন্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জয়পুরহাটে ট্রাক–ভ্যান সংঘর্ষে নিহত ১

সাজিদের মৃত্যুতে রাষ্ট্রের কাছে ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি

দুর্গাপুরে বধ্যভূমিতে শহীদদের স্মরণে শ্রদ্ধা ও মোনাজাত

রাকসুর জিএসকে ‘হত্যার হুমকি’ দিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার ফেসবুক পোস্ট

বগুড়ায় ট্রাক-অটোরিকশার সংঘর্ষে চালক নিহত, আহত তিন

গভীর নলকূপ খনন: বরেন্দ্রজুড়ে শত শত মৃত্যুকূপ

শিশু সাজিদের শেষ বিদায়ে হাজারো মানুষের ঢল

আমার একটা কলিজা হারায় ফেলছি, বিচার চাই: সাজিদের বাবা

প্রাথমিকে শতভাগ বই, মাধ্যমিকে এল অর্ধেক

সব চেষ্টা—আকুতি বিফলে, মায়ের কোলে মৃত সাজিদ