হোম > সারা দেশ > রাজশাহী

নবজাতক চুরির মামলায় দম্পতির কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীতে হাসপাতাল থেকে নবজাতক চুরির মামলায় এক দম্পতিকে কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাঁদের ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়। 

আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহীর মানব পাচার ট্রাইব্যুনালের বিচারক মো. আয়েজ উদ্দিন এই মামলার রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন নগরীর তালাইমারী পানির ট্যাংকি এলাকার বাসিন্দা সজীব আহমেদ (২৯) ও তাঁর স্ত্রী মৌসুমী বেগম (২৬)। 

বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী শফিকুল ইসলাম। 

শফিকুল ইসলাম বলেন, আদালত মৌসুমীকে ১০ বছর ও সজীবকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন। দুজনকেই ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন আদালত। রায় ঘোষণার সময় নিঃসন্তান এই দম্পতি আদালতের কাঠগড়ায় হাজির ছিলেন। পরে তাঁদের রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। 

আইনজীবী শফিকুল ইসলাম আরও বলেন, ২০২১ সালের ২০ জানুয়ারি প্রসব বেদনা নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি হন স্মৃতি রানী নামের এক নারী। তিনি নগরীর আইডি বাগানপাড়া এলাকার বাসিন্দা। হাসপাতালে ভর্তির পর রাতেই অস্ত্রোপচারের মাধ্যমে কন্যাসন্তানের জন্ম দেন তিনি। এরপর তিনি হাসপাতালের ২১ নম্বর ওয়ার্ডে ভর্তি ছিলেন। 

 ২১ জানুয়ারি সকালে মৌসুমি হাসপাতালে গিয়ে শিশুটিকে আদর করেন। পরদিন ২২ জানুয়ারি সকালে তিনি আবার যান। তখন বাচ্চাকে বুকে নিয়ে ঘুমিয়ে ছিলেন স্মৃতি রানী। এই ফাঁকে মৌসুমি শিশুটিকে নিয়ে পালিয়ে যান। পরে নবজাতক চুরির বিষয়টি জানাজানি হয়। এর ২৭ ঘণ্টা পর শিশুটিকে মৌসুমির কাছ থেকে উদ্ধার করে পুলিশ। 

নবজাতক উদ্ধারের পর স্মৃতি রানীর স্বামী মাসুম রবিদাস বাদী হয়ে নগরীর রাজপাড়া থানায় মানব পাচার আইনে এই দম্পতির বিরুদ্ধে একটি মামলা করেন। সাক্ষ্যগ্রহণ শেষে বুধবার এই মামলারই রায় ঘোষণা করেন আদালত।

রাবিতে নারী শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মেঝেতে স্ত্রীর লাশ, বিছানায় পড়ে ছিলেন আহত সাংবাদিক

বাড়ি থেকে ৪ কিলোমিটার দূরে মিলল নিখোঁজ কৃষকের রক্তাক্ত লাশ

শ্রমিকদের চাঙা রাখতে জমিতে মাইক

নির্বাচনী সহিংসতা ও হয়রানি বন্ধে ৭ দাবি রাবি ছাত্রীসংস্থার

রাজশাহীতে তারেক রহমানের আগমনকে লাল কার্ড প্রদর্শন করলেন রাবির কয়েকজন শিক্ষার্থী

আসছেন তারেক রহমান, যা চান রাজশাহীর মানুষ

রাজশাহী বিভাগের ৩৯ আসন: ১৬ আসনে হাড্ডাহাড্ডি লড়াই

ইউএনওর বিরুদ্ধে ডিসির কাছে নালিশ

দ্বন্দ্ব ভুলে ধানের শীষের মঞ্চে তারেক