হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

ওমরাহ পালনে গিয়ে ৯ মাস ধরে নিখোঁজ সিরাজগঞ্জের আজিজ

সিরাজগঞ্জ প্রতিনিধি

পবিত্র ওমরাহ পালন করতে সৌদি আরবে গিয়ে ৯ মাস নিখোঁজ রয়েছেন সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার শ্যামগোপ গ্রামের আজিজ খান (৭০) নামের এক বৃদ্ধ। দীর্ঘ সময় ধরে স্বজনের খোঁজ না পেয়ে উৎকণ্ঠায় পরিবার। 

এদিকে নিখোঁজ আজিজ খানের ছেলে আবুল হাসেম খান ধর্ম মন্ত্রণালয়ে এজেন্সির বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে এজেন্সি কোম্পানি ‘শিমন ওভারসিজ এক্সপ্রেসকে’ কারণ দর্শানোর নোটিশ দিয়েছে ধর্ম মন্ত্রণালয়। ৭ ফেব্রুয়ারি এ বিষয়ে শুনানির দিনও ধার্য করা হয়েছে। 

আজিজ খানের মেজ ছেলে আবু হাসেম খান আজকের পত্রিকাকে বলেন, ‘গত বছর রমজান মাসের প্রথম দিনে আমার বড় ভাই বাবাকে আবু রায়হান খান ইয়াকুব নামের মোয়ালেমের কাছে পৌঁছে দিয়ে আসেন। এরপর ইয়াকুব তাঁকে ঢাকায় নিয়ে যান। আমি এয়ারপোর্টে দেখা করার জন্য মোয়ালেম ইয়াকুবকে ফোন দিয়ে বাবাকে মোবাইল দিতে বললে তিনি বলেন, “উনি ঘুমিয়ে আছেন। ” এরপর সৌদি আরবে পৌঁছার পরও আমাদের ফোন করে জানানো হয়নি।’ 

তিনি আরও বলেন, ‘গত অক্টোবর মাসের শেষ দিকে সৌদি অ্যাম্বাসি থেকে আমাকে ফোন দিয়ে বলে বাবা মারা গেছেন। মরদেহ সেখানে দাফনের জন্য তারা একটা স্বাক্ষর দিতে বলেন। আমি মরদেহের ছবি বা ফুটেজ চাইলে তারা দেননি। এ কারণে বারবার ফোন দিলেও আমি সেখানে স্বাক্ষর দিতে যাইনি।’ 

আবু হাসেম খান বলেন, ‘সম্প্রতি সিরাজগঞ্জের উল্লাপাড়ার দমদমা গ্রামের আসলাম উদ্দিন নামের এক অ্যাম্বাসি কর্মকর্তা গ্রামে এলে তাঁর বাসায় যাই। পরে চাচার অনুরোধে স্বাক্ষর দেই। পরে নাকি দাফন করা হয়েছে, শুনেছি।’

আন্দোলনের মুখে রাবিতে আওয়ামীপন্থী ছয় ডিনের পদত্যাগ

নিরাপত্তা শঙ্কায় রাবি শিক্ষকের ক্লাস-পরীক্ষা বর্জন

ওসমান হাদি ভোটের রাজনীতিতে বিশ্বাস করতেন: তারেক রহমান

রাবির ৬ ডিনের পদত্যাগ দাবি: ভিসি, প্রো-ভিসির দপ্তরে তালার পর সভা, সিদ্ধান্ত রাতে

শিশু সাজিদের পরিবারকে অনুদান দিল জামায়াত

বগুড়ায় ট্রাকচাপায় কলেজছাত্র নিহত

দুই ধান ব্যবসায়ীর ১০ লাখ টাকা ও কৃষকের তিনটি গরু চুরি

রাবিতে ৬ ডিনের চেম্বারে তালা, দায়িত্ব ছাড়তে রাজি হয়েছেন বলে জানালেন জিএস আম্মার

‘অপারেশন জিরো টলারেন্স ফর ফ্যাসিজম’ কর্মসূচি ঘোষণা রাকসুর জিএস আম্মারের

রাজশাহীতে ওসমান হাদির গায়েবানা জানাজা