হোম > সারা দেশ > রাজশাহী

রাজশাহীতে ট্রাক-বাইক মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীতে ট্রাক ও বাইকের মুখোমুখি সংঘর্ষে মো. সজিব (২৫) নামে এক যুবকে নিহত হয়েছেন। মোটরসাইকেলে থাকা দুই আরোহীর মধ্যে গুরুতর আহত হয়েছেন অন্যজন। সোমবার (৩১ অক্টোবর) রাত ১০টার দিকে রাজশাহীর বেলপুকুর থানার সামনে এই দুর্ঘটনা ঘটে। 

সজিব রাজশাহী মহানগরীর অলোকার মোড় এলাকার মো. বাবুর ছেলে। গুরুতর আহত যুবকের নাম মো. প্রিন্স (২২)। তিনি নগরীর সপুরা বিসিক এলাকার শাহাবান ইসলামের ছেলে। 

বেলপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। 

ওসি জানান, রাতে একদল যুবক বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালিয়ে রাজশাহী-ঢাকা মহাসড়ক দিয়ে যাচ্ছিলেন। বেলপুকুর থানার সামনে বেপরোয়া গতির একটি মোটরসাইকেল সামনে থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এরপর ট্রাকের বাম্পার ভেঙে বাইকের সামনের অংশ ট্রাকের সামনের অংশে ঢুকে যায়। এতে দুই আরোহী গুরুতর আহত হন। 

পরে দুজনকে উদ্ধার করে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক সজিবকে মৃত ঘোষণা করেন। অন্যজনকে ভর্তি করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে নিহত সজিবের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান ওসি। 

চাঁপাইনবাবগঞ্জে ২ ভারতীয় নাগরিক আটক, বিএসএফের কাছে হস্তান্তর

প্রক্সির মাধ্যমে ভর্তি হওয়া রাবির তিন শিক্ষার্থীকে বহিষ্কার

সীমান্ত দিয়ে আসা অস্ত্র দেশের নিরাপত্তার জন্য হুমকি: বিজিবির রাজশাহী সেক্টর কমান্ডার

বাঘায় অস্ত্র, গুলিসহ যুবক আটক

রাজশাহীতে তাপমাত্রা নামল ৭ ডিগ্রিতে

রাজশাহীর ৬ আসন: দুই দলের ৮ প্রার্থীর ভরসা ধারের টাকা

গাড়িতে মিলল ৩৭ লাখ টাকা, এলজিইডির প্রকৌশলীর বিরুদ্ধে দুদকের মামলা

রাজশাহীতে ৯ স্বতন্ত্র প্রার্থীর সবার মনোনয়নপত্র বাতিল

র‍্যাব পরিচয়ে কম্বল বিতরণের কথা বলে ৫ লাখ টাকা আত্মসাৎ, প্রতারক গ্রেপ্তার

সিরাজগঞ্জে ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা