হোম > সারা দেশ > রাজশাহী

রাকসুর ৯ কেন্দ্রের ফল: লড়াই জমাতে পারছেন না এষা

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী ও রাবি প্রতিনিধি

জাহিন বিশ্বাস এষা। ছবি: সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) ভোটের মাঠে নেমে সামাজিক মাধ্যমে পরিচিত মুখ হয়ে উঠেছেন জাহিন বিশ্বাস এষা। শুরু থেকেই সংবাদমাধ্যমের ক্যামেরার ফোকাস ছিল ছাত্রদল সমর্থিত ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম জোটের এই এজিএস প্রার্থীর দিকে। তবে ভোটের ফলাফলে তিনি লড়াই জমাতে পারছেন না।

পিছিয়ে পড়ছেন ছাত্রশিবিরের সম্মিলিত শিক্ষার্থী জোটের এজিএস প্রার্থী সালমান সাব্বিরের থেকে। বৃহস্পতিবার রাত সাড়ে ৩টা পর্যন্ত মোট ৯টি হলের ফল ঘোষণা করা হয়েছে। এর প্রতিটিতেই সর্বোচ্চ ভোট পেয়েছেন সালমান। তবে দ্বিতীয় সর্বোচ্চ ভোট পেয়েছেন এষা।

রাত সাড়ে ৩টায় সবশেষ নবাব আব্দুল লতিফ হলের ফলাফলে দেখা গেছে, এষা পেয়েছেন ২৪৯ ভোট। আর সালমানের বাক্সে পড়েছে ২৭৮টি ভোট। সব মিলিয়ে ৯ কেন্দ্রে এষা পেয়েছেন ২ হাজার ৫৩৬ ভোট। আর সালমান এগিয়ে আছেন ৩ হাজার ২৪২ ভোট নিয়ে।

লতিফ হলে ছাত্রশিবির সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ পেয়েছেন ৫১৮ ভোট। আর তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছাত্রদলের প্যানেলের শেখ নূর উদ্দিন আবির পেয়েছেন ১৩৭ ভোট। এ পর্যন্ত জাহিদ ৫ হাজার ৯৯৬ ভোট ও আবির ১ হাজার ৬১৩ ভোট পেয়েছেন।

জিএস পদে আগের ৮ হলের মতো লতিফ হলেও সর্বোচ্চ ৪৮৪ ভোট পেয়েছেন আধিপাত্যবিরোধী ঐক্য প্যানেলের প্রার্থী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক সালাহউদ্দিন আম্মার। আর তাঁর প্রতিদ্বন্দ্বী ইসলামী ছাত্রশিবিরের প্যানেলের ফাহিম রেজা পেয়েছেন ১৮৪ ভোট। এ পর্যন্ত আম্মার ৫ হাজার ৭২১ ও ফাহিম ২ হাজার ৯৬৫ ভোট পেয়েছেন।

রাবিতে মোট হলের সংখ্যা ১৭টি। এর মধ্যে ছেলেদের ছয়টি ও মেয়েদের ১১টি হল। এখনও ছেলেদের ৮টি হলের ফল ঘোষণা বাকি। বৃহস্পতিবার ভোট গ্রহণের পর বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে ওএমআর মেশিনে ব্যালট গণনার পর ফল ঘোষণা করা হচ্ছে।

৬৭ বছর পর রামেক হাসপাতালে মানসিক রোগীদের জন্য পূর্ণাঙ্গ ওয়ার্ড

মৎস্যজীবী পরিচয়ে পুকুর ইজারা যুবলীগ নেতার

সেলিম রেজার মনোনয়নে কনকচাঁপার ‘আলহামদুলিল্লাহ’

কণ্ঠশিল্পী কনকচাঁপা বাদ, বিএনপির মনোনয়ন পেলেন সেলিম

ঈশ্বরদীর মা কুকুরকে দেওয়া হলো দুই ছানা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষককে বরখাস্ত, পাঁচ শিক্ষার্থীকে বহিষ্কার

রাজশাহীতে ট্রাকচাপায় শিশু নিহত, মহাসড়ক অবরোধ

রাজশাহীর রাজবাড়ি ভাঙার কাজ বন্ধ করল প্রশাসন

সাংবাদিকদের তালাবদ্ধ রাখার হুমকি দেওয়া যুবশক্তির দুই নেতাকে অব্যাহতি

রাজশাহীর ১১ পয়েন্টে পুলিশের ফোর্স মোবিলাইজেশন ড্রিল