হোম > সারা দেশ > রাজশাহী

রাত থেকে নিখোঁজ কলেজছাত্র, সকালে ধানখেতে মিলল রগকাটা লাশ

জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাটে এক কলেজছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে জেলার পাঁচবিবি উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের বড় মোহাম্মদপুর গ্রামের একটি ধানখেত থেকে লাশটি উদ্ধার করা হয়। 

পুলিশ জানায়, লাশটির বাঁহাতের কবজির রগ কাটা ছিল। কে বা কারা, কী কারণে তাঁকে হত্যা করেছে, সে বিষয়ে নিশ্চিত হতে পারেনি পুলিশ। 

নিহত সৌরভ হোসেন (১৮) পাঁচবিবি উপজেলার বড় মোহাম্মদপুর গ্রামের জহুরুল ইসলাম খাজার ছেলে। তিনি এ বছর উপজেলার সড়াইল আদর্শ বিদ্যালয় থেকে এইচএসসি পরীক্ষা দিয়েছেন। 

পুলিশ ও স্বজন সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে পরিবারের সদস্যদের সঙ্গে রাতের খাবার খান সৌরভ হোসেন। এরপর নিজের শোবার ঘরে ঘুমাতে যান তিনি। রাত ১০টার দিকে সৌরভের শোবার ঘরের দরজা খোলা দেখে ভেতরে ঢুকে মা দেখেন ছেলে নেই। এরপর সৌরভের মোবাইলে ফোন দেওয়া হলেও সে ধরেনি। রাতে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। 

আজ সকালে সৌরভের বাড়ির নিকটবর্তী ধানখেতে একটি লাশ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে স্বজনেরা ঘটনাস্থলে গিয়ে লাশটি সৌরভের বলে শনাক্ত করেন। বিষয়টি পুলিশকে জানালে তারা সুরতহাল প্রতিবেদন তৈরি করে, ময়নাতদন্তের জন্য লাশটি জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল মর্গে পাঠিয়ে দেয়। 

সৌরভের মা সামছুন্নাহার বলেন, ‘আমার ছেলেকে ধানখেতে নিয়ে গিয়ে ছুরিকাঘাত করে এবং বাম হাতের রগ কেটে দিয়ে নির্মমভাবে হত্যা করা হয়েছে। যে বা যারা আমার ছেলেকে হত্যা করেছে, দ্রুত তাদের শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। সেই সঙ্গে আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানাচ্ছি।’ 

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক আজকের পত্রিকাকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য লাশটি জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়। বেলা ৩টা পর্যন্ত এ হত্যাকাণ্ডের কোনো রহস্য উদ্‌ঘাটন করা যায়নি। তবে এ বিষয়ে পুলিশ তৎপরতা চালাচ্ছে।

ওসি আরও বলেন, সৌরভের বাঁহাতের কবজির রগ কাটা ছিল। প্রাথমিকভাবে এটিকে একটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। তবে কে বা কারা, কেন তাকে হত্যা করেছে; ময়নাতদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত তা বলা যাবে না।

১৮ দিন পর অপহৃত গরু ব্যবসায়ীর লাশ মিলল পদ্মা নদীতে

জাতীয় নির্বাচনের আগেই শাকসু দাবি রাবি শিবিরের

এনসিপির রাজশাহী জেলা ও মহানগর কমিটির দ্বন্দ্বের জেরে দুই কমিটিই স্থগিত

নাটোরে আদালত প্রাঙ্গণে দুপক্ষের সংঘর্ষ, আটক ৩

রাকসু জিএস আম্মারের ‘মানসিক চিকিৎসা’র দাবিতে ছাত্রদলের মানববন্ধন

আচরণবিধি লঙ্ঘন: জামায়াতের নায়েবে আমিরকে শোকজ

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে টানানো ব্যানার সরিয়ে আম্মারের ভিডিও পোস্ট

দেশকে পাল্টে দিতে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা

নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে ১ লাখ পুলিশকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

রাবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, আসনপ্রতি লড়ছেন ৫৯ পরীক্ষার্থী