সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকালে প্রাইভেট কারের ধাক্কায় সোহরাব আলী (৫৩) নামে এক রিকশাচালকের মৃত্যু হয়েছে। আজ বুধবার বেলা সাড়ে ১২টার দিকে সিরাজগঞ্জ-নলকা সড়কের সদর উপজেলার শিয়ালকালে এই দুর্ঘটনা ঘটে।
জানা যায়, নিহত রিকশাচালক সোহরাব আলীর বাড়ি সদর উপজেলার শিয়ালকাল ইউনিয়নের বড় হামকুড়িয়া গ্রামে।
এ বিষয়ে সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, সিরাজগঞ্জ থেকে নলকাগামী একটি প্রাইভেট কার শিয়ালকালে একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাচালক সোহরাব আলী গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।