হোম > সারা দেশ > রাজশাহী

রাজশাহীতে ছাত্রীনিবাস থেকে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজশাহী প্রতিনিধি

রাজশাহী মহানগরীতে ছাত্রীনিবাস থেকে পলিটেকনিক ইনস্টিটিউটের এক ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার দুপুর সাড়ে ১২টার দিকে নগরীর সপুরা ছয়ঘাটি এলাকার এক ছাত্রীনিবাস থেকে জনি সুরাইয়া (২০) নামের ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়। 

জনি সুরাইয়া রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী ছিলেন। নওগাঁর মান্দা উপজেলার শংকরপুর গ্রামের আব্দুল জব্বারের মেয়ে তিনি। 

নগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন। 

ওসি জানান, সুরাইয়া ছাত্রীনিবাসে একাই একটি কক্ষে থাকতেন। রোববার অনেক বেলা হলেও সাড়া না পাওয়ায় অন্য ছাত্রীরা ছাত্রীনিবাসের মালিককে জানান। পরে থানায় খবর দেওয়া হয়। পরে পুলিশ গিয়ে সুরাইয়ার কক্ষ থেকে তাঁর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। 

ওসি আরও জানান, সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের পর মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সুরাইয়া আত্মহত্যা করেছেন। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর বিষয়টি স্পষ্ট করে বলা যাবে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা হবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা। 

রাবিতে নারী শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মেঝেতে স্ত্রীর লাশ, বিছানায় পড়ে ছিলেন আহত সাংবাদিক

বাড়ি থেকে ৪ কিলোমিটার দূরে মিলল নিখোঁজ কৃষকের রক্তাক্ত লাশ

শ্রমিকদের চাঙা রাখতে জমিতে মাইক

নির্বাচনী সহিংসতা ও হয়রানি বন্ধে ৭ দাবি রাবি ছাত্রীসংস্থার

রাজশাহীতে তারেক রহমানের আগমনকে লাল কার্ড প্রদর্শন করলেন রাবির কয়েকজন শিক্ষার্থী

আসছেন তারেক রহমান, যা চান রাজশাহীর মানুষ

রাজশাহী বিভাগের ৩৯ আসন: ১৬ আসনে হাড্ডাহাড্ডি লড়াই

ইউএনওর বিরুদ্ধে ডিসির কাছে নালিশ

দ্বন্দ্ব ভুলে ধানের শীষের মঞ্চে তারেক