হোম > সারা দেশ > রাজশাহী

রাজশাহীর সাবেক এমপি নাদিম মোস্তফা মারা গেছেন

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সাবেক এমপি ও বিএনপি নেতা নাদিম মোস্তফা (৫৮) মারা গেছেন। আজ রোববার দুপুর পৌনে ১২টার দিকে রাজধানীর একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয় (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

ছোট ভাই সাইদ হাসান তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, নাদিম মোস্তফা হৃদ্‌রোগ, ডায়াবেটিসসহ শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন। ঢাকার বাসায় আজ রোববার সকালে তিনি নাশতা করেন। এরপর অসুস্থতা বোধ করেন। কিছুক্ষণ পর অচেতন হয়ে পড়লে তাঁকে ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নাদিম মোস্তফা রাজশাহী জেলা বিএনপির সাবেক সভাপতি। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। ১৯৯৬ ও ২০০১ সালের নির্বাচনে নাদিম মোস্তফা বিএনপি থেকে এমপি নির্বাচিত হয়েছিলেন। তিনি রাজশাহী বিএনপির একজন প্রভাবশালী নেতা হিসেবে পরিচিত ছিলেন।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু বলেন, ঢাকা থেকে লাশ আনার পর আজ রোববার রাতে তাঁর নির্বাচনী এলাকায় এবং আগামীকাল সোমবার সকালে রাজশাহী মহানগর এলাকায় জানাজা হবে। এরপর পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী লাশ দাফন করা হবে।

রাবিতে নারী শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মেঝেতে স্ত্রীর লাশ, বিছানায় পড়ে ছিলেন আহত সাংবাদিক

বাড়ি থেকে ৪ কিলোমিটার দূরে মিলল নিখোঁজ কৃষকের রক্তাক্ত লাশ

শ্রমিকদের চাঙা রাখতে জমিতে মাইক

নির্বাচনী সহিংসতা ও হয়রানি বন্ধে ৭ দাবি রাবি ছাত্রীসংস্থার

রাজশাহীতে তারেক রহমানের আগমনকে লাল কার্ড প্রদর্শন করলেন রাবির কয়েকজন শিক্ষার্থী

আসছেন তারেক রহমান, যা চান রাজশাহীর মানুষ

রাজশাহী বিভাগের ৩৯ আসন: ১৬ আসনে হাড্ডাহাড্ডি লড়াই

ইউএনওর বিরুদ্ধে ডিসির কাছে নালিশ

দ্বন্দ্ব ভুলে ধানের শীষের মঞ্চে তারেক