হোম > সারা দেশ > রাজশাহী

রাজশাহীর সাবেক এমপি নাদিম মোস্তফা মারা গেছেন

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সাবেক এমপি ও বিএনপি নেতা নাদিম মোস্তফা (৫৮) মারা গেছেন। আজ রোববার দুপুর পৌনে ১২টার দিকে রাজধানীর একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয় (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

ছোট ভাই সাইদ হাসান তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, নাদিম মোস্তফা হৃদ্‌রোগ, ডায়াবেটিসসহ শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন। ঢাকার বাসায় আজ রোববার সকালে তিনি নাশতা করেন। এরপর অসুস্থতা বোধ করেন। কিছুক্ষণ পর অচেতন হয়ে পড়লে তাঁকে ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নাদিম মোস্তফা রাজশাহী জেলা বিএনপির সাবেক সভাপতি। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। ১৯৯৬ ও ২০০১ সালের নির্বাচনে নাদিম মোস্তফা বিএনপি থেকে এমপি নির্বাচিত হয়েছিলেন। তিনি রাজশাহী বিএনপির একজন প্রভাবশালী নেতা হিসেবে পরিচিত ছিলেন।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু বলেন, ঢাকা থেকে লাশ আনার পর আজ রোববার রাতে তাঁর নির্বাচনী এলাকায় এবং আগামীকাল সোমবার সকালে রাজশাহী মহানগর এলাকায় জানাজা হবে। এরপর পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী লাশ দাফন করা হবে।

আচরণবিধি লঙ্ঘন: রাজশাহী-১ আসনের বিএনপির প্রার্থীকে আদালতে তলব

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তাকে চাকরিচ্যুত

গণভোটের ব্যালটের টিক চিহ্ন মানেই ঠিক: আলী রীয়াজ

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার