হোম > সারা দেশ > রাজশাহী

কারাগারে অসুস্থ বিএনপি নেতা চাঁদ

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

কারাগারে অসুস্থ হয়ে পড়েছেন রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ। প্রতারণার মামলায় সাজাপ্রাপ্ত হয়ে তিনি এখন রাজশাহী কেন্দ্রীয় কারাগারে রয়েছেন। শারীরিক অসুস্থতার কারণে আজ সোমবার সকালে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হয়ে।

হাসপাতাল সূত্র জানায়, সকাল সাড়ে ১০টার দিকে কারারক্ষীদের একটি দল আবু সাঈদ চাঁদকে হাসপাতালের বহির্বিভাগে নিয়ে যায়। সেখানে একজন চিকিৎসক কর্মকর্তাকে চিকিৎসা দেন। এ ছাড়া বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা করতে দেওয়া হয়। তবে এদিন হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা বন্ধ ছিল। তাই পরীক্ষা হয়নি। এ জন্য চাঁদকে কারাগারে ফিরিয়ে নেওয়া হয়।

জানতে চাইলে বিষয়টি ‘অভ্যন্তরীণ ব্যাপার’ বলে কোনো কথা বলতে চাননি রাজশাহী কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ জেল সুপার আবদুল জলিল। তিনি বলেন, ‘এটা ডাক্তারি ফাংশন। আমাকে খোঁজ নিতে হবে। আর এটা তো আমাদের অভ্যন্তরীণ ব্যাপার। এসব তথ্য জানাতে হবে কেন!’

বিএনপির এক সমাবেশ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘হত্যার হুমকি’ দেওয়ার অভিযোগে গত ২৫ মে আবু সাঈদ চাঁদকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে এ অভিযোগে দেশের বিভিন্ন থানায় মামলা হয়েছে। এর মধ্যেই প্রতারণার পুরোনো একটি মামলায় গত ২৪ সেপ্টেম্বর চাঁদকে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। চাঁদের বিরুদ্ধে এখনো ৭০টিরও বেশি মামলা বিচারাধীন।

নাটোরে আদালত প্রাঙ্গণে দুপক্ষের সংঘর্ষ, আটক ৩

রাকসু জিএস আম্মারের ‘মানসিক চিকিৎসা’র দাবিতে ছাত্রদলের মানববন্ধন

আচরণবিধি লঙ্ঘন: জামায়াতের নায়েবে আমিরকে শোকজ

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে টানানো ব্যানার সরিয়ে আম্মারের ভিডিও পোস্ট

দেশকে পাল্টে দিতে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা

নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে ১ লাখ পুলিশকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

রাবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, আসনপ্রতি লড়ছেন ৫৯ পরীক্ষার্থী

ভর্তি পরীক্ষায় বসে বাবাকে প্রশ্নপত্রের ছবি পাঠাতে গিয়ে ধরা

রাবিতে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

‎রাবিতে ভর্তি পরীক্ষায় ডিপসিক এআইয়ে উত্তর খুঁজছিল এক পরীক্ষার্থী