হোম > সারা দেশ > রাজশাহী

রাজশাহীতে কচুরিপানার নিচে মিলল নিখোঁজ শিশুর মরদেহ

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী    

প্রতীকী ছবি

রাজশাহীর পুঠিয়া উপজেলায় কচুরিপানার ভেতরে ছয় বছর বয়সী এক শিশুর মরদেহ পাওয়া গেছে। শিশুটির নাম মো. আবরার। মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার আগলা গ্রামের একটি জলাশয়ে কচুরিপানার নিচে তার মরদেহ পাওয়া যায়। বিকেল থেকে শিশুটি নিখোঁজ ছিল।

নিহত আবরার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক বিশেষজ্ঞ ডা. শওকত শরীফের ছেলে। এ ঘটনায় দুই কিশোরীকে রাতেই হেফাজতে নিয়েছে পুলিশ। তাদের একজনের বয়স ১৩, অন্যজনের ১৪। তারাই ওই শিশুর মরদেহের সন্ধান দিয়েছে বলে দাবি পুলিশের।

পরিবারের বরাতে পুলিশ জানিয়েছে, মঙ্গলবার বিকেলে আবরারকে খেলার জন্য ডেকে নিয়ে যায় ওই দুই কিশোরী। এরপর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্যরা সন্দেহভাজন হিসেবে ওই দুই কিশোরীকে জিজ্ঞাসাবাদ করেন। একপর্যায়ে তারা জানায়, কচুরিপানার মধ্যে আবরারকে পাওয়া যাবে। পরে কচুরিপানার ভেতরে শিশুটির লাশ পাওয়া যায়।

রাজশাহীর বেলপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কাদরী বলেন, ‘শিশুর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। যত দূর জানা গেছে, পানিতে চুবিয়ে শিশুটিকে হত্যা করা হয়েছে। এ নিয়ে মামলা হয়েছে। অভিযুক্ত দুজনও শিশু। এ বিষয়ে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

যুবকের হাত-পা কেটে দেওয়ার অভিযোগ জামায়াত-শিবিরের কর্মীদের বিরুদ্ধে

চিড়িয়াখানা ফাঁকা করে আবার প্রাণ ফেরানোর চেষ্টায় রাসিক

কৃষকেরা ধানের বীজতলা পলিথিন দিয়ে ঢেকে রাখেন যে কারণে

প্রাথমিকের শতভাগ বই এলেও সংকট মাধ্যমিকে

নারীকে গলা কেটে হত্যা, সাবেক স্বামী আটক

দেশের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে রাজশাহী

রাজশাহীতে প্রাথমিকের শতভাগ বই পৌঁছেছে, বিদ্যালয়গুলোতে যাচ্ছে নতুন বই

রাবি অফিসার সমিতি নির্বাচন: বিএনপিপন্থীদের নিরঙ্কুশ জয়, জামায়াতপন্থীদের ভরাডুবি

বিএনপিতে বিরোধ: রাজশাহীর ৪টি আসনে কোন্দল প্রকাশ্যে

তিনটি গরুর সঙ্গে মোটরসাইকেলের তেলও নিয়ে গেছে চোরেরা