হোম > সারা দেশ > রাজশাহী

রাজশাহীতে মাদক মামলায় ২ জনের যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীতে পাঁচ কেজি হেরোইন পাচারে দায়ের করা মামলায় দুই ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি দণ্ডপ্রাপ্তদের ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা দিতে ব্যর্থ হলে তাঁদের আরও এক মাসের কারাদণ্ড দেওয়া হয়।

আজ বুধবার দুপুরে রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনাল আদালতের বিচারক অনুপ কুমার সাহা এ রায় ঘোষণা করেন। আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী এন্তাজুল হক বাবু এ তথ্য নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন—চাঁপাইনবাবগঞ্জ সদরের নাজিবর রহমান (৪০) ও জুয়েল ইসলাম (৪২)।

আইনজীবী এন্তাজুল হক বাবু জানান, ২০১৯ সালের ২২ আগস্ট রাজশাহীর গোদাগাড়ী উপজেলার সারেংপুর এলাকায় নাজিবর এবং জুয়েলকে ৫ কেজি ২৩ গ্রাম হেরোইনসহ আটক করে র‍্যাব। পরে তাঁদের গোদাগাড়ী মডেল থানায় সোপর্দ করা হয়। এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়।

তিনি আরও জানান, মামলা দায়েরের পর দুই আসামি রাজশাহী কারাগারে বন্দী ছিলেন। পরবর্তীতে নাজিবুর মায়ের অসুস্থতার কারণে জামিন পান। এরপর তিনি আত্মগোপন করেন। তবে অপর দণ্ডপ্রাপ্ত জুয়েল রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন। তাকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

রাবিতে নারী শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মেঝেতে স্ত্রীর লাশ, বিছানায় পড়ে ছিলেন আহত সাংবাদিক

বাড়ি থেকে ৪ কিলোমিটার দূরে মিলল নিখোঁজ কৃষকের রক্তাক্ত লাশ

শ্রমিকদের চাঙা রাখতে জমিতে মাইক

নির্বাচনী সহিংসতা ও হয়রানি বন্ধে ৭ দাবি রাবি ছাত্রীসংস্থার

রাজশাহীতে তারেক রহমানের আগমনকে লাল কার্ড প্রদর্শন করলেন রাবির কয়েকজন শিক্ষার্থী

আসছেন তারেক রহমান, যা চান রাজশাহীর মানুষ

রাজশাহী বিভাগের ৩৯ আসন: ১৬ আসনে হাড্ডাহাড্ডি লড়াই

ইউএনওর বিরুদ্ধে ডিসির কাছে নালিশ

দ্বন্দ্ব ভুলে ধানের শীষের মঞ্চে তারেক