হোম > সারা দেশ > রাজশাহী

রাজশাহীতে যানবাহন থেকে চাঁদা তোলা চক্রের ৭ জন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় ট্রাক ও অটোরিকশা থেকে চাঁদা আদায়কারী চক্রের সাতজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। 

আজ শুক্রবার দুপুরে এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।

গতকাল বৃহস্পতিবার বিকেলে র‍্যাব-৫-এর রাজশাহীর সদর কোম্পানি মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল উপজেলা সদর ডাইংপাড়া ও কড়াইতলা মোড় থেকে তাঁদের গ্রেপ্তার করে। 

গোদাগাড়ীর কাঁকনহাট বাজারসংলগ্ন কড়াইতলা মোড় থেকে গ্রেপ্তার তিনজন হলেন সুইট আলী (২৪), বেনজীর আহাম্মেদ (৪০) ও আসিদুল ইসলাম (৩২)। তাঁদের কাছ থেকে ৮ হাজার ৪০ টাকা ও চাঁদা আদায়ের টালিখাতা জব্দ করা হয়েছে। 

ডাইংপাড়া মোড় থেকে গ্রেপ্তার চারজন হলেন শহিদুল ইসলাম (৩৭), রমজান আলী (২৭), তুষার আলী নাঈম (২৪) ও জিয়াউর রহমান পাইলট (৪২)। তাঁদের কাছ থেকে ৭ হাজার ৪২০ টাকা এবং দুটি চাঁদা আদায়ের রসিদ বই জব্দ করা হয়েছে। 

বিজ্ঞপ্তিতে র‍্যাব জানিয়েছে, এঁরা রাস্তায় চলাচলকারী বিভিন্ন যানবাহন থেকে জোরপূর্বক চাঁদা তুলতেন। কোনো চালক চাঁদা দিতে না চাইলে গাড়ি আটকে রেখে তাঁকে মারধর করতেন। এঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

রাজশাহীর চরাঞ্চলে শিয়ালের আতঙ্ক, এক রাতে আক্রান্ত ২০০ গরু

বগুড়ায় বিএনপির মিছিলে হামলার মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

ওসমান হাদি হত্যার বিচার দাবিতে রাজশাহীতে শিক্ষার্থীদের অবস্থান

সিরাজগঞ্জে লাশবাহী গাড়ির সঙ্গে সিমেন্টবোঝাই ট্রাকের সংঘর্ষ, আহত ২

যুবকের হাত-পা কেটে দেওয়ার অভিযোগ জামায়াত-শিবিরের কর্মীদের বিরুদ্ধে

চিড়িয়াখানা ফাঁকা করে আবার প্রাণ ফেরানোর চেষ্টায় রাসিক

কৃষকেরা ধানের বীজতলা পলিথিন দিয়ে ঢেকে রাখেন যে কারণে

প্রাথমিকের শতভাগ বই এলেও সংকট মাধ্যমিকে

নারীকে গলা কেটে হত্যা, সাবেক স্বামী আটক

দেশের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে রাজশাহী