হোম > সারা দেশ > রাজশাহী

রাজশাহীতে যানবাহন থেকে চাঁদা তোলা চক্রের ৭ জন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় ট্রাক ও অটোরিকশা থেকে চাঁদা আদায়কারী চক্রের সাতজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। 

আজ শুক্রবার দুপুরে এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।

গতকাল বৃহস্পতিবার বিকেলে র‍্যাব-৫-এর রাজশাহীর সদর কোম্পানি মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল উপজেলা সদর ডাইংপাড়া ও কড়াইতলা মোড় থেকে তাঁদের গ্রেপ্তার করে। 

গোদাগাড়ীর কাঁকনহাট বাজারসংলগ্ন কড়াইতলা মোড় থেকে গ্রেপ্তার তিনজন হলেন সুইট আলী (২৪), বেনজীর আহাম্মেদ (৪০) ও আসিদুল ইসলাম (৩২)। তাঁদের কাছ থেকে ৮ হাজার ৪০ টাকা ও চাঁদা আদায়ের টালিখাতা জব্দ করা হয়েছে। 

ডাইংপাড়া মোড় থেকে গ্রেপ্তার চারজন হলেন শহিদুল ইসলাম (৩৭), রমজান আলী (২৭), তুষার আলী নাঈম (২৪) ও জিয়াউর রহমান পাইলট (৪২)। তাঁদের কাছ থেকে ৭ হাজার ৪২০ টাকা এবং দুটি চাঁদা আদায়ের রসিদ বই জব্দ করা হয়েছে। 

বিজ্ঞপ্তিতে র‍্যাব জানিয়েছে, এঁরা রাস্তায় চলাচলকারী বিভিন্ন যানবাহন থেকে জোরপূর্বক চাঁদা তুলতেন। কোনো চালক চাঁদা দিতে না চাইলে গাড়ি আটকে রেখে তাঁকে মারধর করতেন। এঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তাকে চাকরিচ্যুত

গণভোটের ব্যালটের টিক চিহ্ন মানেই ঠিক: আলী রীয়াজ

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ২ ভারতীয় নাগরিক আটক, বিএসএফের কাছে হস্তান্তর