নাটোরের বড়াইগ্রামে সিএনজি চালিত অটোরিকশা খাদে পড়ে চালক নিহত। আজ শনিবার দুপুর দুইটার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের ফিডার রোডের মাঝগ্রাম ইউনিয়ন পরিষদ এলাকায় এ ঘটনা ঘটে। আহত তিনজনকে বনপাড়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত চালকরে নাম খলিলুর রহমান (৫০)। তিনি উপজেলার নুরদহ গ্রামের মৃত হেজাদ আলীর ছেলে।
মাঝগ্রাম ইউপি চেয়ারম্যান আব্দুল আলীম জানান, সিএনজি অটোরিকশা চালক রাজ্জাক মোড় এলাকা থেকে যাত্রী নিয়ে বনপাড়া যাওয়ার পথে মাঝগ্রাম ইউনিয়ন এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা দেয়। এতে সিএনজিটি দুমড়ে মুচরে গিয়ে ঘটনাস্থলেই চালক আহত হয়। আহত তিনজনকে উদ্ধার করে বনপাড়ার বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বনপাড়া হাইওয়ে থানার পরিদর্শক কেরাসত আলী বলেন, আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্বজনদের মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলমান।