হোম > সারা দেশ > রাজশাহী

বাঘায় খেলা নিয়ে সংঘর্ষ, ১৫ জন আহত

বাঘা (রাজশাহী) প্রতিনিধি      

রাজশাহীর বাঘায় একই দিন একই সময়ে ফুটবল ও ক্রিকেট ম্যাচের আয়োজনকে কেন্দ্র করে দুই দলের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এতে আহত হন ১৫ জন। তাঁদের মধ্যে একজন নিবিড় পরিচর্চা কেন্দ্রে (আইসিইউ) আছেন। উপজেলার বাউসা হারুন অর রশিদ শাহ্ দ্বিমুখী উচ্চবিদ্যালয় মাঠে গতকাল শুক্রবার (১৩ জুন) এই ঘটনা ঘটে।

জানা গেছে, শুক্রবার বিকেল সাড়ে ৪টায় মাঠটিতে বিবাহিত ও অবিবাহিত প্রীতি ক্রিকেট ম্যাচের আয়োজন করে আড়ানী ইউনিয়নের বেড়েরবাড়ি গ্রামের বাসিন্দারা। অপর দিকে একই মাঠে বিবাহিত ও অবিবাহিতদের প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করে বাউসা ইউনিয়নের বাউসা চকরপাড়া গ্রামের বাসিন্দারা। একই দিন ও একই সময়ে ক্রিকেট ও ফুটবল দলের খেলোয়াড়েরা মাঠে নামলে মারামারির ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের ১৫ আহত হয়। গুরুতর আহত ৭ জনকে উপজেলা ও জেলা হাসপাতালে ভর্তি করা হয়। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছে। আহতদের মধ্যে রানা আলী নামের একজন আইসিইউতে আছেন।

রানার চাচাতো ভাই রিংকু আহম্মেদ বলেন, রানা আলীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্চা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে।

বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ ফ ম আছাদুজ্জামান বলেন, আজ রানার বাবা রুস্তুম আলী বাদী হয়ে লিখিত অভিযোগ করেছেন। তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আচরণবিধি লঙ্ঘন: রাজশাহী-১ আসনের বিএনপির প্রার্থীকে আদালতে তলব

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তাকে চাকরিচ্যুত

গণভোটের ব্যালটের টিক চিহ্ন মানেই ঠিক: আলী রীয়াজ

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার