হোম > সারা দেশ > রাজশাহী

ধুনটে মাঝ যমুনায় নৌকাডুবি, ভাসমান ২১ যাত্রী উদ্ধার

ধুনট (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার ধুনট উপজেলায় ভান্ডারবাড়ী ইউনিয়নে যমুনা নদীতে নৌকাডুবির ঘটনা ঘটেছে। এ সময় ভাসমান অবস্থায় নৌকার মাঝিমাল্লা ও নারীসহ ২১ যাত্রীকে উদ্ধার করেছে স্থানীয় একদল যুবক। 

আজ শনিবার বেলা আড়াইটার দিকে শহড়াবাড়ী নৌঘাট এলাকায় মাঝনদীতে এই নৌকাডুবির ঘটনা ঘটে। ৩০ মিনিট ধরে উদ্ধার তৎপরতা চালিয়ে নদীতে ভাসমান অবস্থায় সব যাত্রীকে উদ্ধার করা হয়। 

বিষয়টি নিশ্চিত করে ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, থানা থেকে খোঁজখবর নেওয়া হয়েছে। নৌকাডুবির ঘটনায় কোনো হতাহত হয়নি। 

পুলিশ ও স্থানীয়রা জানায়, আজ শনিবার সকালের দিকে শহড়াবাড়ী নৌঘাট থেকে যমুনা নদীর পূর্ব তীরে বৈশাখী চরে কৃষিকাজের জন্য যান দুই নারীসহ ২১ যাত্রী। তাঁরা কাজ শেষ করে দুপুরের দিকে বৈশাখী চর থেকে একই নৌকায় যমুনা নদীর পশ্চিম তীরে বাড়ির উদ্দেশে রওনা হন। 

একপর্যায়ে উত্তাল যমুনা নদীর মাঝপথে পৌঁছালে প্রবল স্রোত ও ঢেউয়ের কারণে যাত্রী ও মালপত্র বোঝাই নৌকাটি ডুবে যায়। এ সময় নৌকার যাত্রীরা জীবন বাঁচাতে নদীতে ভাসতে থাকেন। যমুনা নদীর পশ্চিম তীরে বানিয়াজান বাঁধ থেকে এ দৃশ্য দেখেন একদল যুবক। তাঁরা অন্য একটি বড় নৌকা নিয়ে ঘটনাস্থলে পৌঁছে ভাসমান যাত্রীদের উদ্ধার করেন। নৌকার সব যাত্রীকে উদ্ধার করা গেলেও নৌকাসহ মালপত্র ভাটির দিকে ভেসে গেছে।

উপজেলার ভান্ডারবাড়ী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান বেলাল হোসেন বাবু আজকের পত্রিকাকে বলেন, প্রবল ঢেউয়ে যাত্রীবোঝাই একটি নৌকাডুবির ঘটনা ঘটেছে। তবে স্থানীয়রা নৌকার সব যাত্রীকে উদ্ধার করতে সক্ষম হয়েছেন।

শিক্ষক নেটওয়ার্ক বন্ধের আহ্বান জানাচ্ছি: রাকসু জিএস আম্মার

রাজশাহী-৫ আসনে জামায়াতের প্রার্থী পরিবর্তন

রাজশাহী বিশ্ববিদ্যালয়: তহবিলের হিসাব না পেয়ে দৃশ্যত স্থবির রাকসু

রাজশাহীতে র‍্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার

রাজশাহীর চরাঞ্চলে শিয়ালের আতঙ্ক, এক রাতে আক্রান্ত ২০০ গরু

বগুড়ায় বিএনপির মিছিলে হামলার মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

ওসমান হাদি হত্যার বিচার দাবিতে রাজশাহীতে শিক্ষার্থীদের অবস্থান

সিরাজগঞ্জে লাশবাহী গাড়ির সঙ্গে সিমেন্টবোঝাই ট্রাকের সংঘর্ষ, আহত ২

যুবকের হাত-পা কেটে দেওয়ার অভিযোগ জামায়াত-শিবিরের কর্মীদের বিরুদ্ধে

চিড়িয়াখানা ফাঁকা করে আবার প্রাণ ফেরানোর চেষ্টায় রাসিক