হোম > সারা দেশ > রাজশাহী

৬ কেজি ৭০০ গ্রাম হেরোইন জব্দের মামলায় বাবা-ছেলের যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

প্রতীকী ছবি

রাজশাহীতে মাদক মামলায় বাবা ও ছেলেকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ শনিবার দুপুরে রাজশাহীর জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক সাইফুল ইসলাম সিদ্দিকী এই রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত দুজন হলেন গোদাগাড়ী পৌরসভার সারেংপুর জামাতির মোড় এলাকার সাইফুল ইসলাম (৫৫) ও তাঁর ছেলে আশিক হোসেন (২৬)। রায় ঘোষণার সময় তাঁরা আদালতে উপস্থিত ছিলেন।

রাজশাহী জেলা পুলিশের আদালত পরিদর্শক আনিসুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ২০২৩ সালের ১১ মার্চ দিবাগত রাতে র‍্যাব-৫-এর রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল সাইফুলের বাড়িতে অভিযান চালায়। এ সময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে সাইফুল পালিয়ে যান। পরে বাড়িতে তল্লাশি চালিয়ে ৬ কেজি ৭০০ গ্রাম হেরোইন ও নগদ ১ লাখ ৩০ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়। এ সময় চোরাচালানে জড়িত থাকার অভিযোগে সাইফুলের ছেলে আশিককে আটক করা হয়।

এ নিয়ে পরদিন ১২ মার্চ র‍্যাবের পক্ষ থেকে গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়। ওই মামলায় বাবা ও ছেলেকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। সাক্ষ্য গ্রহণ ও যুক্তিতর্ক শেষে আজ আদালত রায় দেন। পরে দুজনকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

রাজশাহীর চরাঞ্চলে শিয়ালের আতঙ্ক, এক রাতে আক্রান্ত ২০০ গরু

বগুড়ায় বিএনপির মিছিলে হামলার মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

ওসমান হাদি হত্যার বিচার দাবিতে রাজশাহীতে শিক্ষার্থীদের অবস্থান

সিরাজগঞ্জে লাশবাহী গাড়ির সঙ্গে সিমেন্টবোঝাই ট্রাকের সংঘর্ষ, আহত ২

যুবকের হাত-পা কেটে দেওয়ার অভিযোগ জামায়াত-শিবিরের কর্মীদের বিরুদ্ধে

চিড়িয়াখানা ফাঁকা করে আবার প্রাণ ফেরানোর চেষ্টায় রাসিক

কৃষকেরা ধানের বীজতলা পলিথিন দিয়ে ঢেকে রাখেন যে কারণে

প্রাথমিকের শতভাগ বই এলেও সংকট মাধ্যমিকে

নারীকে গলা কেটে হত্যা, সাবেক স্বামী আটক

দেশের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে রাজশাহী