নাটোরের বড়াইগ্রামে চাঁদা না দেওয়ায় এক ব্যক্তিকে ডেকে নিয়ে মারধরের অভিযোগ উঠেছে আরিদুল ইসলাম (৪০) নামের এক বিএনপি কর্মীর বিরুদ্ধে। গতকাল সোমবার বিকেলে উপজেলার জোনাইল বাজারে এই ঘটনা ঘটে।
এ ঘটনায় ভুক্তভোগী মোহন সরকারকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এদিকে আজ মঙ্গলবার তিনি বাদী হয়ে আরিদুল ইসলামকে অভিযুক্ত করে বড়াইগ্রাম থানায় লিখিত অভিযোগ করেছেন। মোহন সরকার উপজেলার চর গোবিন্দপুর গ্রামের মৃত শাখাওয়াত সরকারের ছেলে। অভিযুক্ত আরিদুল ইসলাম উপজেলার চৌমহন গ্রামের হাতেমর আলীর ছেলে ও জোনাইল ইউনিয়ন বিএনপির কর্মী।
জানতে চাইলে মোহন সরকার বলেন, ‘আরিদুল ইসলাম আমাকে মোবাইলের মাধ্যমে জোনাইল বাজারে ডেকে নেয়। এরপর ৫০ হাজার টাকা দাবি করে। আমি কিসের টাকা জানতে চাইলে বলে পাওনা টাকা দিতে হবে। কবে টাকা নিয়েছিলাম—বললে মারধর করে।’
মোহন আরও বলেন, ‘আমার কাছে আরিদুল ইসলাম কোনো টাকা পাবে না। বিএনপি করার কারণে আমার নিকট থেকে সে টাকা দাবি করছে। আমি গরিব মানুষ, এত টাকা কোথায় পাব। আমি এই ঘটনার বিচার চাই।’
অভিযোগের বিষয়ে আরিদুল ইসলাম বলেন, ‘আমি তার কাছে কোনো টাকা চাইনি। সে আমাকে মাদক মামলায় ফাঁসাতে চেয়েছিল। তাই কথা-কাটাকাটি হয়েছে।’ এ বিষয়ে বড়াইগ্রাম থানার পরিদর্শক গোলাম সারোয়ার হোসেন বলেন, ‘অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’