হোম > সারা দেশ > রাজশাহী

নওগাঁয় বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

নওগাঁ প্রতিনিধি

নওগাঁর পোরশা সীমান্তে ভারতের অভ্যন্তরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার ভোরে সীমান্ত এলাকায় ভারতের প্রায় দুই কিলোমিটার অভ্যন্তরে নীলমারী এলাকায় এ ঘটনা ঘটেছে। নিতপুর ইউপি চেয়ারম্যান এনামুল হক বিষয়টি নিশ্চিত করেন।

নিহত বাংলাদেশি যুবকের নাম আল আমিন (৩৮)। তিনি উপজেলার নিতপুর ইউনিয়নের বিষ্ণপুর কলোনিপাড়ার আবু বক্কর সিদ্দিকের ছেলে। 

স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে চার-পাঁচজন চোরাকারবারি সীমান্ত দিয়ে বাংলাদেশে গরু আনছিল। এ সময় ভারতের বিএসএফ-১৫৯ ব্যাটালিয়নের টেক্কাপাড়া ক্যাম্পের সদস্যরা তাদের ধাওয়া করেন। একপর্যায়ে চোরাকারবারিদের লক্ষ্য করে বিএসএফ সদস্যরা গুলি ছোড়েন। এতে অন্যরা পালিয়ে গেলেও আল আমিন গুলিবিদ্ধ হয়ে নিহত হন। এরপর বাংলাদেশি মেইন পিলার নীতপুর সীমান্তের ২৩২ নম্বর এলাকা থেকে বিএসএফ সদস্যরা তাঁর মরদেহ নিয়ে যান। 

নিতপুর ইউপি চেয়ারম্যান এনামুল হক বলেন, ‘সোমবার বিকেলের দিকে আল-আমিন ঘর থেকে বের হন। ভোররাতের দিকে ভারতের অভ্যন্তরে আল আমিনকে বিএসএফ গুলি করে হত্যা করে। কী কারণে হত্যা করা হয়েছে তা বলা যাচ্ছে না।’

নওগাঁ-১৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মুহম্মদ সাদিকুর রহমান বলেন, ‘গুলির ঘটনা আমরাও শুনেছি। এ ব্যাপারে বিজিবি ও বিএসএফের মধ্যে কমান্ডার পর্যায়ে ফ্ল্যাগ মিটিং চলছে।’

এনসিপির জেলা ও নগর আহ্বায়ক দুই মেরুতে

রামেকে মানসিক রোগীদের জন্য পূর্ণাঙ্গ ওয়ার্ড চালু

৬৭ বছর পর রামেক হাসপাতালে মানসিক রোগীদের জন্য পূর্ণাঙ্গ ওয়ার্ড

মৎস্যজীবী পরিচয়ে পুকুর ইজারা যুবলীগ নেতার

সেলিম রেজার মনোনয়নে কনকচাঁপার ‘আলহামদুলিল্লাহ’

কণ্ঠশিল্পী কনকচাঁপা বাদ, বিএনপির মনোনয়ন পেলেন সেলিম

ঈশ্বরদীর মা কুকুরকে দেওয়া হলো দুই ছানা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষককে বরখাস্ত, পাঁচ শিক্ষার্থীকে বহিষ্কার

রাজশাহীতে ট্রাকচাপায় শিশু নিহত, মহাসড়ক অবরোধ

রাজশাহীর রাজবাড়ি ভাঙার কাজ বন্ধ করল প্রশাসন