হোম > সারা দেশ > রাজশাহী

১৫ বছরে এমপিকে একবারও না দেখার আক্ষেপ যুগিশো গ্রামের বাসিন্দাদের

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

গত ১৫ বছরে দুজন এমপি ছিলেন, কিন্তু কাউকেই দেখেননি রাজশাহী দুর্গাপুরের যুগিশো গ্রামের বাসিন্দারা। এ আসনে (রাজশাহী-৫) স্বতন্ত্র প্রার্থী ওবায়দুর রহমান আজ (মঙ্গলবার) ভোট চাইতে এলে তাঁকে ফুল ছিটিয়ে বরণ করেন গ্রামবাসী। এ সময় তাঁরা আক্ষেপ করে বলেন, এবার তাঁরা তাঁকে ভোট দেবেন। কিন্তু পরে যেন তাঁদের ভুলে না যান। 

রাশেদা বেগম নামে এক বাসিন্দা বলেন, ‘ফুল ফোটে লতার মাঝে, সময় হলে মানুষ টেনে নেয় বুকের মাঝে। আপনি হলেন সেই ফুল। এখন আমরা আপনাকে বুকের মাঝে টেনে নিব। কিন্তু আপনার কাছে গেলে আমাদের বুকে টেনে না নিয়ে ডাস্টবিনে ফেলে দেবেন না। ভোট কার কাছে আছে? ভোট আছে পা ফাটা মানুষের কাছে। আমরা তুলতেও পারি, ফেলতেও পারি।’ 

তিনি আরও বলেন, ‘১৫ বছর ধরে আওয়ামী লীগ ক্ষমতায়। আমরা আওয়ামী লীগকেই ভোট দিই। কিন্তু এমপিকে কোনো দিন এলাকায় চোখে দেখিনি। আমাদের মনে দুঃখ আছে। সেই দুঃখের কারণেই এবার আমরা অন্য প্রার্থীকে ভোট দেব। ভোট নেওয়ার পর আপনি আমাদের ভুলে যাবেন না।’ 

এ সময় স্বতন্ত্র প্রার্থী ওবায়দুর রহমান তাঁকে সুযোগ দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘আমাকে একটা সুযোগ দিন। পাঁচ বছর দেখেন। আমাকে পাশে না পেলে পরের বার ভোট চাইতে এলে ঝাঁটা নিয়ে তাড়া করবেন।’ 

রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে ঈগল প্রতীক নিয়ে স্বতন্ত্র নির্বাচন করছেন যুবলীগ নেতা ওবায়দুর রহমান। বর্তমান সংসদ সদস্য মনসুর রহমান এবার মনোনয়ন পাননি। তিনি নির্বাচনও করছেন না। নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল ওয়াদুদ দারা। তিনি ২০০৮ ও ২০১৪ সালের নির্বাচনে দলীয় মনোনয়নে এখানকার সংসদ সদস্য হন। ২০১৮ সালে তাঁকে বাদ দিয়ে মনসুর রহমানকে মনোনয়ন দেওয়া হয়।

প্রথম আলো, ডেইলি স্টারসহ সুশীল সংবাদপত্র অবশ্যই বন্ধ করতে হবে: রাকসু ভিপি

বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থীর মনোনয়ন ফরম তুললেন দণ্ডিত আসামি, খুঁজে পায় না পুলিশ

ভেকু দিয়ে যুবককে হত্যার ঘটনায় ৭ জনের বিরুদ্ধে মামলা

রাজশাহীতে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো আ.লীগ পরিত্যক্ত কার্যালয়

বগুড়ায় স্ত্রীকে হত্যা করে সেপটিক ট্যাংকে লাশ ফেলে থানায় নিখোঁজের জিডি

রাবিতে আওয়ামীপন্থী ডিনদের পদত্যাগের আলটিমেটাম রাকসুর জিএস আম্মারের

ঋত্বিক ঘটকের পৈতৃক ভিটা ভাঙচুরের সঙ্গে জড়িতদের শাস্তির দাবি

রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন অভিমুখে যাত্রা, পুলিশি বাধায় পণ্ড

আবাদি জমিতে পুকুর খননে বাধা, কৃষককে এক্সকাভেটরের নিচে ফেলে হত্যা

ইউপি সদস্যের কার্যালয়ে আটকে রাখা ব্যক্তির লাশ উদ্ধার, নির্যাতনে মৃত্যুর অভিযোগ