হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

বিস্ফোরক মামলায় সাবেক এমপি চয়নকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি

সিরাজগঞ্জ প্রতিনিধি  

আদালত থেকে চয়ন ইসলামকে কারাগারে পাঠানো হয়। ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জের শাহজাদপুর থানায় বিস্ফোরক দ্রব্য আইনের দুটি মামলায় সিরাজগঞ্জ-৬ আসনের আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য (এমপি) চয়ন ইসলামকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার দুপুরে শাহজাদপুর আমলি আদালতের বিচারক মো. গোলাম রব্বানী তাঁকে ছয় দিনের জন্য জিজ্ঞাসাবাদের অনুমতি দেন। দুটি মামলায় পুলিশ তাঁর ১০ দিনের রিমান্ডের আবেদন করেছিল।

শাহজাদপুর আমলি আদালতের জেনারেল রেজিস্ট্রার অফিসার (জিআরও) ফজলুর রহমান আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ২০২৪ সালে শাহজাদপুর থানায় বিস্ফোরক দ্রব্য আইনের দুটি মামলায় চয়ন ইসলামকে আজ আদালতে হাজির করে পুলিশ। এ সময় তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ডের আবেদন করা হয়। বিচারক তিন দিন করে ছয় দিন জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন।

চয়ন ইসলাম সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্বে রয়েছেন।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পতনের পর গাজীপুরের শ্রীপুর উপজেলার টেপিরবাড়ি গ্রামের মাটির মসজিদ এলাকার সাবেক যুবলীগ নেতা মৃত খাইরুল ইসলাম মিলনের মালিকানাধীন ছয়তলা ভবনের চারতলার একটি ফ্ল্যাটে দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন চয়ন ইসলাম। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের মাধ্যমে খবর পেয়ে ৯ ফেব্রুয়ারি রাতে ওই বাড়িতে অভিযান চালিয়ে দ্বিতীয় স্ত্রীসহ তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।

স্বামীর হাত ধরে ট্রেনে ওঠার সময় দুর্ঘটনায় প্রাণ গেল স্ত্রীর

‘আওয়ামী লীগ থেকে জামায়াতে আসেন, দায়দায়িত্ব আমাদের’

ভেকু দিয়ে যুবক হত্যায় আরও একজন গ্রেপ্তার, এখনো অধরা বিএনপি নেতারা

রাজশাহীতে কলার হাটে উল্টে পড়ল বালুবাহী ট্রাক, নিহত ৪

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ভ্যানচালক ফারুক হত্যা মামলার ৬ আসামি পালানোর সময় গ্রেপ্তার

সিরাজগঞ্জে ৯২৩ ভোটকেন্দ্রের ১৭৮টি ‘অধিক ঝুঁকিপূর্ণ’

নাগরিকত্ব ছেড়ে যুক্তরাজ্যপ্রবাসীর মনোনয়নপত্র দাখিল, হলফনামায় নেই স্বাক্ষর

মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে রাজশাহী

রাজশাহীতে কৃষক লীগ নেত্রী ও আ.লীগ সমর্থক আইনজীবীর মনোনয়নপত্র দাখিল