হোম > সারা দেশ > নাটোর

নলডাঙ্গায় পরকীয়ার বলী পল্লি চিকিৎসক

নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি

নাটোরের নলডাঙ্গায় স্ত্রীর পরকীয়া প্রেমের জেরে স্বামীর ফালার আঘাতে আহত প্রেমিক রহিদুল ইসলাম (৪৫) নামের এক গ্রাম্য ডাক্তার চিকিৎসাধীন অবস্থায় রোববার রাত ১০টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। নাটোর উপজেলার ক্ষুদ্রবাড়িয়াহাটি গ্রামে এ ঘটনা ঘটে। 

মহসিন আলী ভুট্টর স্ত্রী জোসনার সঙ্গে দীর্ঘদিন ধরে গ্রাম্য ডাক্তার রহিদুল ইসলামের প্রেমের সম্পর্ক ছিল। বারবার চেষ্টা করেও স্ত্রীকে পরকীয়া থেকে ফেরাতে ব্যর্থ হন মহসিন। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে গত ২৭ সেপ্টেম্বর সোমবার রাত ৯টার দিকে মহসিন আলী ভুট্ট ডাক্তার রহিদুল ইসলামকে পীরগাছা বাজারের দোকান থেকে বাড়ি ফেরার পথে ফালা দিয়ে আঘাত করেন। ফালার আঘাতে রহিদুর গুরুতর আহত হন।

এলাকার লোকজনের কাছে খবর পেয়ে গুরুতর আহত অবস্থায় রহিদুল ইসলামকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে স্বজনরা। নিহত রহিদুল ইসলাম উপজেলার ক্ষুদ্রবাড়িয়াহাটি গ্রামের আবুল কাসেম মন্ডলের ছেলে। এবং মহসিন আলী ভুট্ট (৩৫) কোমরপুর গ্রামের মকসেদ আলীর ছেলে।

নলডাঙ্গা থানা-পুলিশ, নিহতের পরিবার ও এলাকাবাসী জানায়, গত ২৭ সেপ্টেম্বর সোমবার রাত ৯টার দিকে গ্রাম্য ডাক্তার রহিদুল ইসলামকে বাজার থেকে বাড়ি ফেরার পথে মহসিন আলী ভুট্ট ফালা দিয়ে আঘাত করে। ফালার আঘাতে গুরুতর আহত অবস্থায় রহিদুল ইসলামকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে তাঁর স্বজনরা। ঘটনার ৭ দিন পর গতকাল রোববার রাত ১০টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় রহিদুর। সোমবার দুপুরে তাঁর মরদেহ গ্রামের বাড়িতে আনা হয়। 

স্থানীয় ইউপি সদস্য ফরিদ উদ্দিন বলেন, মহসিন আলী ভুট্টর স্ত্রী জোসনার সঙ্গে পল্লি চিকিৎসক রহিদুলের পরকীয়া সম্পর্ক ছিল। এর জের ধরে পল্লি চিকিৎসক রহিদুল ইসলামের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেন মহসিন আলী ভুট্ট। কিন্তু জোসনা তাঁর স্বামী ভুট্টকে তালাক দিয়ে পল্লি চিকিৎসক রহিদুলকে বিয়ে করার ঘোষণা দেন। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে মহসিন আলী ভুট্ট গত ২৭ সেপ্টেম্বর সোমবার রাত ৯টায় ফালা দিয়ে রহিদুলকে ফালা দিয়ে পেটে আঘাত করে জখম করে। 

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, এলাকাবাসীর মাধ্যমে জানতে পেরেছি পরকীয়া সম্পর্কের জেরে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি। 

শিশু সাজিদের মৃত্যু: মামলা করবে না পরিবার, ডিসি বললেন মামলা হবে

ব্যবসায়ীর দোকানে হামলা, মারধর করে টাকা লুটের অভিযোগ

স্কুলছাত্রীকে শ্লীলতাহানির মামলায় ছাত্রদল নেতা কারাগারে

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন ২১ ডিসেম্বর

সিরাজগঞ্জে অডিটরিয়ামের ওয়াশরুম থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

জয়পুরহাটে ট্রাক–ভ্যান সংঘর্ষে নিহত ১

সাজিদের মৃত্যুতে রাষ্ট্রের কাছে ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি

দুর্গাপুরে বধ্যভূমিতে শহীদদের স্মরণে শ্রদ্ধা ও মোনাজাত

রাকসুর জিএসকে ‘হত্যার হুমকি’ দিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার ফেসবুক পোস্ট

বগুড়ায় ট্রাক-অটোরিকশার সংঘর্ষে চালক নিহত, আহত তিন