হোম > সারা দেশ > রাজশাহী

নওগাঁয় বিসিএস শিক্ষা ক্যাডারদের সংবাদ সম্মেলন

নওগাঁ প্রতিনিধি

বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) ক্যাডার কম্পোজিশনের সুরক্ষা, পদোন্নতি ও আন্তক্যাডার বৈষম্য নিরসনসহ বিভিন্ন দাবিতে সংবাদ সম্মেলন করেছে বিসিএস সাধারণ শিক্ষা সমিতির নওগাঁ জেলা কমিটি। 

আজ মঙ্গলবার বেলা ১১টায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নওগাঁ সরকারি কলেজ মিলনায়তনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নওগাঁ সরকারি কলেজের অধ্যক্ষ ও সমিতির জেলা শাখার সভাপতি নাজমুল হাসান। 

লিখিত বক্তব্যে নাজমুল হাসান বলেন, ‘শিক্ষার মানোন্নয়নে শিক্ষা ক্যাডার সৃষ্টি করা হলেও বিশেষায়িত পেশা হিসেবে সাধারণ শিক্ষা ক্যাডারকে গড়ে তোলা হয়নি। পদোন্নতিতে জটিলতা, নতুন পদ সৃষ্টি না হওয়া, অর্জিত ছুটি না দেওয়া, নতুন পে-স্কেলের সমস্যা সমাধান না হওয়ায় শিক্ষা ক্যাডারের কর্মকর্তারা নানা ধরনের বৈষম্যের শিকার।’ 
 
তিনি আরও বলেন, ‘শিক্ষার মতো একটি গুরুত্বপূর্ণ সেক্টরে চতুর্থ গ্রেডের ওপর কোনো পদ নাই। অথচ অন্য ক্যাডার কর্মকর্তারা পঞ্চম গ্রেড থেকে তৃতীয় গ্রেডে পদোন্নতি পাচ্ছেন। কিন্তু শিক্ষা ক্যাডারে পঞ্চম থেকে তৃতীয় গ্রেডে পদোন্নতির কোনো সুযোগ নাই।’ 

অধ্যক্ষ নাজমুল হাসান লিখিত বক্তব্যে বলেন, ‘প্রধানমন্ত্রী সব ক্যাডারের জন্য সুপার নিউমারি পদে পদোন্নতি দিয়ে ক্যাডার বৈষম্য নিরসনের দিকনির্দেশনা দিলেও তা পালিত হয়নি। অন্য ক্যাডারদের মতো শিক্ষা ক্যাডারে ব্যাচভিত্তিক পদোন্নতি না হওয়ায় অন্যান্য ক্যাডারের তুলনায় শিক্ষা ক্যাডার কর্মকর্তারা পিছিয়ে আছেন। নতুন পদ সৃষ্টির প্রস্তাব আটকে আছে ৯ বছর।’ 

 ‘এ ছাড়া এক বছর আগের বেতন স্কেল অনুযায়ী চতুর্থ ও ষষ্ঠ গ্রেড প্রাপ্য কর্মকর্তাদের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। কিন্তু এসব বিষয়ে কোনো অগ্রগতি নেই’ উল্লেখ করে এসব কর্মকাণ্ডের তীব্র প্রতিবাদ জানান তিনি। 

সংবাদ সম্মেলনে বলা হয়, শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের এসব দাবি আদায়ে আগামী ২ অক্টোবর সারা দেশে এক দিনের কর্মবিরতি পালন করা হবে। এর পরও দাবি পূরণে দৃশ্যমান অগ্রগতি না হলে আগামী ১০, ১১ ও ১২ অক্টোবর টানা তিন দিনের কর্মবিরতি পালন করা হবে। 

এ সময় সংগঠনের নওগাঁ জেলা শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক মাইখুর রহমানসহ শিক্ষক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শিক্ষক নেটওয়ার্ক বন্ধের আহ্বান জানাচ্ছি: রাকসু জিএস আম্মার

রাজশাহী-৫ আসনে জামায়াতের প্রার্থী পরিবর্তন

রাজশাহী বিশ্ববিদ্যালয়: তহবিলের হিসাব না পেয়ে দৃশ্যত স্থবির রাকসু

রাজশাহীতে র‍্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার

রাজশাহীর চরাঞ্চলে শিয়ালের আতঙ্ক, এক রাতে আক্রান্ত ২০০ গরু

বগুড়ায় বিএনপির মিছিলে হামলার মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

ওসমান হাদি হত্যার বিচার দাবিতে রাজশাহীতে শিক্ষার্থীদের অবস্থান

সিরাজগঞ্জে লাশবাহী গাড়ির সঙ্গে সিমেন্টবোঝাই ট্রাকের সংঘর্ষ, আহত ২

যুবকের হাত-পা কেটে দেওয়ার অভিযোগ জামায়াত-শিবিরের কর্মীদের বিরুদ্ধে

চিড়িয়াখানা ফাঁকা করে আবার প্রাণ ফেরানোর চেষ্টায় রাসিক