রাজশাহীর বাঘা উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আবু বকর সিদ্দিক শাহ বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ মনোনীত হয়েছেন। আজ রোববার প্রাথমিক শিক্ষায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এ মনোনয়ন দেওয়া হয়। এর আগে তিনি উপজেলা ও জেলা পর্যায়েও সেরা নির্বাচিত হয়েছিলেন।
এর আগে রাজশাহী বিভাগীয় ও প্রাথমিক শিক্ষা পদক কমিটির সভাপতি ড. দেওয়ান মোহাম্মদ হুমায়ূন কবীর এবং বিভাগীয় প্রাথমিক শিক্ষা উপপরিচালক ও প্রাথমিক শিক্ষা পদক কমিটির সদস্যসচিব সানাউল্লাহ স্বাক্ষরিত এক পত্রে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। পরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাঁকে অভিনন্দন জানানো হয়।
এ বিষয়ে উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আবু বকর সিদ্দিক শাহ আজকের পত্রিকাকে বলেন, ‘বিভাগীয় পর্যায়ে সেরা নির্বাচিত করায় আমি অভিভূত। বিভাগে শ্রেষ্ঠ হওয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আখতার অভিনন্দন জানিয়েছেন।’