হোম > সারা দেশ > রাজশাহী

নৌকার ভোটার ছাড়া কেন্দ্রে যেতে মানা আওয়ামী লীগ নেতার

নাটোর প্রতিনিধি

নৌকা প্রতীকের ভোটার ছাড়া অন্য কোনো প্রতীকের ভোটারদের ভোট কেন্দ্রে না আসার হুমকি দিয়েছেন নাটোর জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মাসুদুর রহমান মাসুদ। হুমকির এমন ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা। 

গতকাল শনিবার রাতে নাটোর সদর উপজেলার তেবাড়িয়া ইউনিয়নের দলীয় মনোনীত প্রার্থী ওমর আলীর প্রচারণা সভায় এসব বক্তব্য দেন মাসুদ। এ সময় তিনি বলেন, 'আগামী ১১ নভেম্বর নৌকার বিরোধীরা ভোট কেন্দ্রে গিয়ে আওয়ামী লীগ সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করতে পারেন। এতে নাটোর সদরের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের ভাবমূর্তিও নষ্ট হতে পারে। তাই তাদের ভোটকেন্দ্রে যেতে দেওয়া যাবে না। অতীতে যারা গণতন্ত্রকে হত্যা করেছে, যারা ভোটের অধিকার কেড়ে নিয়েছিল, তাদের আর ভোট দেওয়ার অধিকার নাই বাংলার মাটিতে। বাংলার মাটিতে ভোট তারাই দেবে যারা ভোট এবং ভাতের অধিকার জানার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশে ছিল।' 

মাসুদ বলেন, 'আপনাদের মাঝে আমি বলতে চাই নাটোরের আপনাদের আমাদের প্রিয় নেতা শফিকুল ইসলাম শিমুল ম্যাসেজ দিয়েছেন, নৌকার বিরোধীরা ভোট কেন্দ্রে যেতে পারবে না। ভোট দেওয়া তো দূরের কথা ভোট কেন্দ্রের আশপাশে যেতে পারবে না।' 

এ সময় জেলা তাঁতি লীগের সভাপতি মশিউর রহমান ও তেবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি বকুল ও স্বতন্ত্রসহ অন্য প্রার্থীর সমর্থকদের কেন্দ্রে না আসার হুমকি দেন। সভায় আরও বক্তব্য রাখেন নাটোর সদর উপজেলা যুবলীগের সভাপতি আব্দুর রাজ্জাক ডাবলু, সদর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আহাদ আলী তেতু এবং নৌকা প্রতীকের প্রার্থী ওমর আলী প্রধান। 

আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী তেবাড়িয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি সাইফুল এসবের প্রতিক্রিয়া জানিয়ে বলেন, ‘নৌকার সমর্থকেরা শুধু ভোটারদের হুমকি নয়, পোস্টার ছিঁড়ে ফেলেন, প্রচারণায় বাঁধা দেওয়াসহ মারধরের হুমকি দিচ্ছেন। আচরণবিধি লঙ্ঘন বিষয়ে লিখিত অভিযোগ দিয়েও কোনো প্রতিকার পাওয়া যায়নি।’ 

স্বতন্ত্র প্রার্থী বিএনপি দলীয় সাবেক ইউপি চেয়ারম্যান গোলাম সারোয়ার বলেন, ‘আমিও এর আগে নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ করেছি। কিন্তু কোনো প্রতিকার পাচ্ছি না। আমরা শঙ্কা প্রকাশ করছি, ভোটের দিন আমাদের ভোটাররা কেন্দ্রে যেতে পারবে কি না।’ 

এই প্রসঙ্গে সদর উপজেলা নির্বাহী অফিসার আফরোজা খাতুন বলেন, ‘আচরণবিধি মনিটরিং আরও জোরদার করা হবে। কোনো প্রার্থী বা তাঁর সমর্থক কেন্দ্রে যেতে বাধা দেওয়ার হুমকি দিলেও ভোটের দিন ভোটারদের কেন্দ্রে যাওয়ার পরিবেশ নিশ্চিত করা হবে।’ 

জেলা পুলিশ সুপার লিটন কুমার সাহা বলেন, ‘ভোট কেন্দ্রে যেতে ভোটারদের কেউ যেন কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করতে না পারে তা কঠোরভাবে বাস্তবায়ন করতে পুলিশ প্রশাসন দৃঢ় প্রতিজ্ঞ। ভোটারদের হুমকি বিষয়ে কোনো প্রমাণ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’ 

ভোটারদের হুমকি দেওয়ার বিষয়ে জানতে চাইলে নাটোর জেলা প্রশাসক শামীম আহমেদ বলেন, ‘হুমকি বা কোনো ভোটারকে কেন্দ্রে যেতে বাধা দেওয়ার এমন অভিযোগ এখনো পাওয়া যায়নি। লিখিত অভিযোগ পেলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।’ 

এ বিষয়ে কথা বলতে মাসুদুর রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাঁর মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

দুয়ারেই বিষাক্ত ধোঁয়া দম বন্ধ পড়াশোনা

রাজশাহীতে কৃষক লীগ নেত্রী ও আ.লীগ সমর্থক আইনজীবীর মনোনয়নপত্র দাখিল

খালেদা জিয়ার মৃত্যু: শোকে স্তব্ধ বগুড়াবাসী

কম্বল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৩

শিক্ষক নেটওয়ার্ক বন্ধের আহ্বান জানাচ্ছি: রাকসু জিএস আম্মার

রাজশাহী-৫ আসনে জামায়াতের প্রার্থী পরিবর্তন

রাজশাহী বিশ্ববিদ্যালয়: তহবিলের হিসাব না পেয়ে দৃশ্যত স্থবির রাকসু

রাজশাহীতে র‍্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার

রাজশাহীর চরাঞ্চলে শিয়ালের আতঙ্ক, এক রাতে আক্রান্ত ২০০ গরু

বগুড়ায় বিএনপির মিছিলে হামলার মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার