হোম > সারা দেশ > রাজশাহী

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘টাউট বাটপার’ ঠেকাতে শিক্ষা কর্মকর্তার নির্দেশনা

তানোর (রাজশাহী) প্রতিনিধি

রাজশাহীর তানোর উপজেলার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে বিভিন্ন নামধারী প্রতারক, মাদকসেবী, বখাটেদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। গত ২ আগস্ট তানোর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সিদ্দিকুর রহমান চিঠির মাধ্যমে নির্দেশনা দিয়েছেন।

নির্দেশনায় বলা হয়, ‘শিক্ষাপ্রতিষ্ঠানে বিভিন্ন নামধারী টাউট বাটপার, হেরোইন খোর, গাঁজাখোর ও মাতাল তথ্য সংগ্রহের নামে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে উপস্থিত হয়ে চাঁদাবাজিসহ প্রতিষ্ঠানের সঙ্গে অশালীন ভাষা প্রয়োগসহ খারাপ আচরণ করছেন। যদি কোনো লোক কোনো তথ্যের জন্য প্রতিষ্ঠানে যায় তবে তিনি তাঁর সঠিক পরিচয় দিয়ে তথ্য অধিকার আইন অনুযায়ী দুই টাকার টিকিট লাগিয়ে প্রতিষ্ঠান প্রধান বরাবর একখানা আবেদনপত্র দাখিল করবেন।’

এতে আরও বলা হয়, ‘কেউ আবেদন করলে প্রতিষ্ঠান প্রধান তথ্য অধিকার আইন ২০০৯ অনুযায়ী ২০ (বিশ) কর্ম দিবসের মধ্যে তথ্য প্রদান করবেন। যদি কেউ তথ্য সংগ্রহের নামে প্রতিষ্ঠানে গিয়ে চাপাবাজি করেন বা কোনো অশান্তি সৃষ্টি করেন তবে প্রয়োজনে প্রতিষ্ঠান প্রধান এবং সকল শিক্ষক কর্মচারী মিলে তাঁকে আটকে রেখে থানায় দেবেন।’

এ নির্দেশনার অনুলিপি তানোরের প্রতিটি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, ইউএনও এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকেও (ওসি) দেওয়া হয়েছে। 

এ ব্যাপারে জানতে চাইলে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সিদ্দিকুর রহমান বলেন, ‘প্রতারকদের রুখতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ছাড়া উপজেলায় উপবৃত্তি ছাত্র-ছাত্রীদের ও অভিভাবকদের মোবাইলে মেসেজের মাধ্যমে দেওয়া বা রেড-ক্রিসেন্টের সাহায্য দেওয়ার ঘটনা সম্পূর্ণ ভুয়া ও বানোয়াট। এ বিষয়ে তাঁদের অবহিত করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।’

প্রাথমিকে শতভাগ বই মাধ্যমিকে এল অর্ধেক

সব চেষ্টা—আকুতি বিফলে, মায়ের কোলে মৃত সাজিদ

শিশু সাজিদ মারা গেছে

শিশু সাজিদকে উদ্ধার, নেওয়া হয়েছে হাসপাতালে

শিশু সাজিদের বাঁচার আশা নেই, বন্ধ করা হয়েছে অক্সিজেন

বাড়ির পাশে পরিত্যক্ত ৩ গর্ত, শাস্তি চান সাজিদের মা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আট দিনব্যাপী বইমেলা শুরু

৪২ ফুট খুঁড়েও পাওয়া যায়নি শিশু সাজিদকে, উদ্ধার অভিযান চলবে

বাবা-মায়ের মাঝখানে ঘুমিয়ে থাকা শিশুর মৃত্যু নিয়ে ধূম্রজাল

মায়ের আকুতি—‘আল্লাহ তুমি আমার ছাওয়ালেক কাড়া নিয়ো না’