হোম > সারা দেশ > রাজশাহী

রাবিতে ছাদ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

রাবি প্রতিনিধি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় কাজী নজরুল ইসলাম মিলনায়তনের সংস্কারকাজের সময় ছাদ থেকে পড়ে আলেক নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ শনিবার বেলা সোয়া ২টার দিকে এ ঘটনা ঘটে। 

আলেক (৩৫) নগরীর বেলপুকুর থানা কাপাশিয়ার বাসিন্দা ছিলেন। 

ডাক্তারের বরাত দিয়ে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার আলী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি। 

প্রত্যক্ষদর্শী ও প্রক্টর দপ্তর সূত্রে জানা যায়, কয়েকজন শ্রমিক অডিটরিয়ামের ছাদ পরিষ্কার করছিলেন। এ সময় হঠাৎ করে একজন শ্রমিক পড়ে যান। সহকর্মীরা তাঁকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান ৷ ৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। 

পরিকল্পনা দপ্তর সূত্রে জানা যায়, অবকাঠামোগত উন্নয়ন প্রকল্পের আওতায় কাজী নজরুল ইসলাম মিলনায়তনের সংস্কারের কাজ তিনটি ধাপে হচ্ছে। যার মধ্যে সিভিলের কাজটি করছে হোসেন এন্টারপ্রাইজ। স্থানীয়ভাবে কাজটি দেখভাল করছে বিশ্ববিদ্যালয়সংলগ্ন কাজলার বাসিন্দা মমতাজ উদ্দিন ডন। 

শ্রমিকের নিরাপদ সরঞ্জাম ছিল কি না, এমন প্রশ্নে তিনি বলেন, শ্রমিকদের সেফটি গার্ড দেওয়া ছিল। কিন্তু যেহেতু ছাদ পরিষ্কার করছিলেন তাই পরেননি। 

অডিটরিয়ামে সংস্কারকাজের দেখভালের দায়িত্বে ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল দপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মিনহাজুল আলম। তিনি বলেন, ‘আমি আগে থেকে বলে দিয়েছি ওপরের কাজ করার সময় সেফটি ব্যবহার করতে হবে। অন্যথায় কাজ করা যাবে না। আজ শনিবার ছুটির দিন। আমাকে না জানিয়ে তারা কাজ করছিল।’ 


 

রাবিতে নারী শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মেঝেতে স্ত্রীর লাশ, বিছানায় পড়ে ছিলেন আহত সাংবাদিক

বাড়ি থেকে ৪ কিলোমিটার দূরে মিলল নিখোঁজ কৃষকের রক্তাক্ত লাশ

শ্রমিকদের চাঙা রাখতে জমিতে মাইক

নির্বাচনী সহিংসতা ও হয়রানি বন্ধে ৭ দাবি রাবি ছাত্রীসংস্থার

রাজশাহীতে তারেক রহমানের আগমনকে লাল কার্ড প্রদর্শন করলেন রাবির কয়েকজন শিক্ষার্থী

আসছেন তারেক রহমান, যা চান রাজশাহীর মানুষ

রাজশাহী বিভাগের ৩৯ আসন: ১৬ আসনে হাড্ডাহাড্ডি লড়াই

ইউএনওর বিরুদ্ধে ডিসির কাছে নালিশ

দ্বন্দ্ব ভুলে ধানের শীষের মঞ্চে তারেক