১০ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে আদমদীঘি উপজেলার সান্তাহার নতুনবাজারের হঠাৎপাড়া থেকে এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে শিশুটির বাবা বাদী হয়ে আদমদীঘি থানায় ধর্ষণের মামলা দায়ের করেন।
থানার পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জয়পুরহাটের আক্কেলপুর চেচুরিয়া গ্রামের বাসিন্দা ইয়ামিন গত তিন বছর ধরে সান্তাহারের মালগুদাম এলাকায় অবস্থিত দারুন নাজাত রাহমানিয়া মাদ্রাসায় হাফেজিয়ায় পড়াশোনা করছে এবং সান্তাহার নতুন বাজারের হঠাৎপাড়া জামে মসজিদে মুয়াজ্জিনের দায়িত্ব পালন করে। ধর্ষণের শিকার শিশুটি সান্তাহার পৌর শহরের নতুনবাজার এলাকার হঠাৎপাড়া জামে মসজিদের হুজুরের কাছে আরবি পড়ত। প্রতিদিনের মতো গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার সময় অন্যদের সঙ্গে আরবি পড়ার জন্য মসজিদে যায় সে। হুজুর না থাকায় মুয়াজ্জিন ইয়ামিন আরবি পড়ায় এবং পড়া শেষ করে ওই শিশুকে কৌশলে আটকে রাখে। এরপর মসজিদের ছাদে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে।
এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে বৃহস্পতিবার রাতেই আদমদীঘি থানায় ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করলে ইয়ামিনকে গ্রেপ্তার করে পুলিশ।
এ বিষয়ে আদমদীঘি থানার ওসি রেজাউল করিম রেজা বলেন, ১০ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা দায়ের হয়েছে এবং মামলার আসামি ইয়ামিনকে গ্রেপ্তার করে শুক্রবার দুপুরে বগুড়া আদালতে এবং শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য বগুড়া শজিমেক মেডিকেলে পাঠানো হয়েছে।