হোম > সারা দেশ > রাজশাহী

১৮ বছরে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ছবি: সংগৃহীত

এক পা, দু পা করে সতেরো বছর পার করে আঠারোতে পদার্পণ করেছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি)। আজ বৃহস্পতিবার পাবিপ্রবির ১৭তম বিশ্ববিদ্যালয় দিবস। দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষ।

আজ বৃহস্পতিবার পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অতিরিক্ত পরিচালক (জনসংযোগ ও প্রকাশনা দপ্তর) মো. ফারুক হোসেন চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০০৮ সালে যাত্রা শুরু করা এ বিশ্ববিদ্যালয় জ্ঞান, গবেষণা ও উদ্ভাবনের মাধ্যমে একটি আধুনিক, মানবিক ও উন্নত বাংলাদেশ গঠনে অবদান রাখার লক্ষ্য নিয়ে এগিয়ে চলছে। ১৭তম বিশ্ববিদ্যালয় দিবসে আমাদের লক্ষ্য হলো—এই বিশ্ববিদ্যালয়কে ‘সেন্টার অব এক্সিলেন্স’ হিসেবে গড়ে তোলা। যেখানে শিক্ষার্থীরা শুধু পাঠ্যবইয়ের জ্ঞানই নয় বরং নৈতিকতা, নেতৃত্ব ও সামাজিক দায়বদ্ধতাও অর্জন করবে। আমরা বিশ্বাস করি, বিশ্বমানের শিক্ষা ও গবেষণার মাধ্যমে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় একদিন জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে নেতৃত্ব দেবে। দীর্ঘ ১৭ বছরের পথ চলায় জ্ঞান, গবেষণা ও মানবিক মূল্যবোধের মাধ্যমে একটি আলোকিত সমাজ গঠনের লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি।

বিজ্ঞপ্তিতে আরও বলা, আজকের শিক্ষার্থীরাই আগামীর রাষ্ট্রনায়ক, গবেষক, উদ্যোক্তা ও মানবতার কান্ডারি। তাদের শক্তি, বুদ্ধিমত্তা ও সাহসিকতায় আমরা একটি নতুন বাংলাদেশের প্রতিচ্ছবি দেখতে পাই। আমরা আশা করি, বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে যাওয়া প্রতিটি শিক্ষার্থী হবেন আলোকিত মানুষ, যিনি পেশাজীবীর পাশাপাশি হবেন দায়িত্বশীল নাগরিকও।

রাবি অফিসার সমিতি নির্বাচন: বিএনপিপন্থীদের নিরঙ্কুশ জয়, জামায়াতপন্থীদের ভরাডুবি

বিএনপিতে বিরোধ: রাজশাহীর ৪টি আসনে কোন্দল প্রকাশ্যে

তিনটি গরুর সঙ্গে মোটরসাইকেলের তেলও নিয়ে গেছে চোরেরা

তারেক রহমানের প্রত্যাবর্তন: বিএনপির নেতা-কর্মীদের বহনে পশ্চিমে চার জোড়া বিশেষ ট্রেন

চোর সন্দেহে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন: মবের ভুক্তভোগীকে জেল, হাসপাতালে মৃত্যু

কাজ করার পরেও ডিস্টার্ব করতে আসলে ১, ২, ৩, ৪ করে দেব: জিএস আম্মার

‘ছাত্রদল আপনার মতো আম্মারকে ৩০ মিনিটে বের করে দিতে সক্ষম’, ভিডিও ভাইরাল

প্যারোলে মুক্তি পেয়ে বাবার শেষকৃত্যে অংশ নিলেন আওয়ামী লীগ নেতা প্রদ্যুৎ কুমার

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল