হোম > সারা দেশ > রাজশাহী

১২ দিন পর অপহৃত ছাত্রীকে ঢাকা থেকে উদ্ধার, গ্রেপ্তার ১

জয়পুরহাট প্রতিনিধি

প্রতীকী ছবি

জয়পুরহাটের কালাইয়ে অপহৃত স্কুলছাত্রীকে (১৪) ঢাকার কদমতলী থেকে উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। এ সময় অপহরণ মামলার এজাহারভুক্ত প্রধান আসামি মো. তরিকুল ইসলামকে (১৯) গ্রেপ্তার করা হয়।

আজ শনিবার র‍্যাব জয়পুরহাট ক্যাম্প থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে বৃহস্পতিবার (১০ জুলাই) র‍্যাব-৫ ও র‍্যাব-১০-এর একটি যৌথ অভিযানে রাজধানীর কদমতলী থানার মোহাম্মদবাগ এলাকা থেকে ভিকটিমকে উদ্ধার ও প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব জানায়, ভিকটিম জয়পুরহাটের কালাই উপজেলার একটি স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। তাঁর বাবা বিদেশে থাকেন। এই সুযোগে আসামি তরিকুল প্রেমের প্রস্তাব দিয়ে ভিকটিমকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করছিলেন।

গত ১৯ জুন সকালে প্রাইভেট পড়তে যাওয়ার পথে বিদ্যালয়ের পাশ থেকে তরিকুল অজ্ঞাতনামা আরও ২-৩ জন সহযোগীসহ ভিকটিমকে জোরপূর্বক সিএনজিতে উঠিয়ে অপহরণ করেন। এ ঘটনায় ২ জুলাই ভিকটিমের মা কালাই থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা র‍্যাবের সহযোগিতা চাইলে র‍্যাব-৫, সিপিসি-৩ জয়পুরহাট ক্যাম্প এবং র‍্যাব-১০-এর যৌথ দল বিভিন্ন স্থানে অভিযান চালায়। অবশেষে বৃহস্পতিবার অভিযানে অপহরণকারীকে গ্রেপ্তার এবং ভিকটিমকে উদ্ধার করতে সক্ষম হন তাঁরা।

র‍্যাব আরও জানায়, অপহৃত ছাত্রীকে ইতিমধ্যে কালাই থানায় হস্তান্তর করা হয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

চিড়িয়াখানা ফাঁকা করে আবার প্রাণ ফেরানোর চেষ্টায় রাসিক

কৃষকেরা ধানের বীজতলা পলিথিন দিয়ে ঢেকে রাখেন যে কারণে

প্রাথমিকের শতভাগ বই এলেও সংকট মাধ্যমিকে

নারীকে গলা কেটে হত্যা, সাবেক স্বামী আটক

দেশের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে রাজশাহী

রাজশাহীতে প্রাথমিকের শতভাগ বই পৌঁছেছে, বিদ্যালয়গুলোতে যাচ্ছে নতুন বই

রাবি অফিসার সমিতি নির্বাচন: বিএনপিপন্থীদের নিরঙ্কুশ জয়, জামায়াতপন্থীদের ভরাডুবি

বিএনপিতে বিরোধ: রাজশাহীর ৪টি আসনে কোন্দল প্রকাশ্যে

তিনটি গরুর সঙ্গে মোটরসাইকেলের তেলও নিয়ে গেছে চোরেরা

তারেক রহমানের প্রত্যাবর্তন: বিএনপির নেতা-কর্মীদের বহনে পশ্চিমে চার জোড়া বিশেষ ট্রেন