হোম > সারা দেশ > রাজশাহী

১২ দিন পর অপহৃত ছাত্রীকে ঢাকা থেকে উদ্ধার, গ্রেপ্তার ১

জয়পুরহাট প্রতিনিধি

প্রতীকী ছবি

জয়পুরহাটের কালাইয়ে অপহৃত স্কুলছাত্রীকে (১৪) ঢাকার কদমতলী থেকে উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। এ সময় অপহরণ মামলার এজাহারভুক্ত প্রধান আসামি মো. তরিকুল ইসলামকে (১৯) গ্রেপ্তার করা হয়।

আজ শনিবার র‍্যাব জয়পুরহাট ক্যাম্প থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে বৃহস্পতিবার (১০ জুলাই) র‍্যাব-৫ ও র‍্যাব-১০-এর একটি যৌথ অভিযানে রাজধানীর কদমতলী থানার মোহাম্মদবাগ এলাকা থেকে ভিকটিমকে উদ্ধার ও প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব জানায়, ভিকটিম জয়পুরহাটের কালাই উপজেলার একটি স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। তাঁর বাবা বিদেশে থাকেন। এই সুযোগে আসামি তরিকুল প্রেমের প্রস্তাব দিয়ে ভিকটিমকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করছিলেন।

গত ১৯ জুন সকালে প্রাইভেট পড়তে যাওয়ার পথে বিদ্যালয়ের পাশ থেকে তরিকুল অজ্ঞাতনামা আরও ২-৩ জন সহযোগীসহ ভিকটিমকে জোরপূর্বক সিএনজিতে উঠিয়ে অপহরণ করেন। এ ঘটনায় ২ জুলাই ভিকটিমের মা কালাই থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা র‍্যাবের সহযোগিতা চাইলে র‍্যাব-৫, সিপিসি-৩ জয়পুরহাট ক্যাম্প এবং র‍্যাব-১০-এর যৌথ দল বিভিন্ন স্থানে অভিযান চালায়। অবশেষে বৃহস্পতিবার অভিযানে অপহরণকারীকে গ্রেপ্তার এবং ভিকটিমকে উদ্ধার করতে সক্ষম হন তাঁরা।

র‍্যাব আরও জানায়, অপহৃত ছাত্রীকে ইতিমধ্যে কালাই থানায় হস্তান্তর করা হয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

আচরণবিধি লঙ্ঘন: জামায়াতের নায়েবে আমিরকে শোকজ

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে টানানো ব্যানার সরিয়ে আম্মারের ভিডিও পোস্ট

দেশকে পাল্টে দিতে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা

নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে ১ লাখ পুলিশকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

রাবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, আসনপ্রতি লড়ছেন ৫৯ পরীক্ষার্থী

ভর্তি পরীক্ষায় বসে বাবাকে প্রশ্নপত্রের ছবি পাঠাতে গিয়ে ধরা

রাবিতে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

‎রাবিতে ভর্তি পরীক্ষায় ডিপসিক এআইয়ে উত্তর খুঁজছিল এক পরীক্ষার্থী

প্রতীক বরাদ্দের আগেই ফেসবুকে প্রচার, প্রার্থীকে আদালতে তলব

রাজশাহীতে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১