সিরাজগঞ্জর শাহজাদপুর উপজেলায় জমিতে মাষকলাই সঙ্গে মেশানো বিষাক্ত খাবার খেয়ে প্রায় ৬৫টি ঘুঘু ও ৭টি কবুতর প্রাণ মারা গেছে। গত সোমবার দুপুরের দিকে উপজেলার নরিনা ইউনিয়নের নরিনা গ্রামের খেয়া ঘাটের উত্তর পাড়ে এ ঘটনা ঘটে। পাখিগুলোকে স্থানীয়রা দুই দফায় উদ্ধার করে নদীতে ফেলে দেন। মারা যাওয়া অবস্থায় স্থানীয় সেগুলোকে জবাই করে বলেও জানা যায়।
খবর পেয়ে মঙ্গলবার সকালে ‘দ্যা বার্ড সেফটি হাউস’ এর চেয়ারম্যান মামুন বিশ্বাস ঘটনাস্থল এলাকায় যান এবং ওই খেতের মধ্য থাকা ২৬টা মৃত ঘুঘু ও ৩টি কবুতর উদ্ধার করেন। মৃত পাখিগুলো উদ্ধার করে রাজশাহী বিভাগীয় বন্যপ্রাণী পরিদর্শক জাহাঙ্গীর কবিরের সঙ্গে যোগাযোগ করে শাহজাদপুরের ফরেস্ট পি এম রশিদুল হাসানের কাছে মৃত পাখি গুলো হস্তান্তর করা হয়।
এ বিষয়ে শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাঈদ মাহমুদ আজকের পত্রিকাকে বলেন, ঘটনাটি শুনেছি তবে এখন পর্যন্ত থানায় লিখিত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।