হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

কাজীপুরে রোপা আমনের জমি পানির নিচে, সোয়া ২০ কোটি টাকার ক্ষতি 

প্রতিনিধি, কাজীপুর (সিরাজগঞ্জ)

গত বছরের বন্যায় হওয়া ফসলের ক্ষতি পুষিয়ে নিতে আশায় বুক বেঁধে রোপা আমনের চাষ করছিলেন কাজীপুরের কৃষকেরা। সময়মতো বৃষ্টি আর সঠিক পরিচর্যায় খুব দ্রুতই ধানের চারা বেড়েও উঠেছিল। অনেক খেতে নিড়ানি ও সার ছিটানো হয়েছিল। কিন্তু সম্প্রতি যমুনার ভয়াবহ তাণ্ডবে এবারও চরম ক্ষতির শিকার হয়েছেন তাঁরা। কয়েক দিন আগেই উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও অতিবৃষ্টির কারণে যমুনার পানি অত্যধিক বৃদ্ধি পেয়েছিল। এতে সিরাজগঞ্জের কাজীপুরে রোপা আমনের ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় সোয়া ২০ কোটি টাকা। এই ক্ষতির শিকার হয়েছেন উপজেলার ১৩ হাজার ৩৭১ জন কৃষক। 

কাজীপুর উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, উপজেলার চরাঞ্চলে অবস্থিত ৬ ইউনিয়নসহ ১২ ইউনিয়ন ও একটি পৌরসভার ৫০ হাজার কৃষক ১১ হাজার ৪৬৫ হেক্টর জমিতে রোপা আমন চাষ করেছিলেন। এর মধ্যে রয়েছে হাইব্রিড জাতের ২০ হেক্টর, উফশী জাতের ৯ হাজার ৫০০ হেক্টর এবং স্থানীয় জাতের ১ হাজার ৯৪৫ হেক্টর। এতে উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ২৯ হাজার ৭৪৭ টন। এতে হাইব্রিড জাতের ৭৮ টন, উফশী ২৬ হাজার ৭৯০ টন এবং স্থানীয় জাতের ২ হাজার ৮৭৯ টন ধরা হয়েছিল। রোপা আমন বীজতলার ক্ষতি হয়েছে ৩০ হেক্টর, রোপা আমন ২ হাজার ৫২০ হেক্টর, শাকসবজি ১৫ হেক্টর ও কলার খেত ৩ হেক্টর। 

চরগিরিশমের কৃষক আব্দুল বারিক বলেন, `এবার তিন বিঘা জমিতে ধানের চারা লাগিয়েছিলাম। চারা বড়ও হয়েছিল। নিড়ানি ও সার দেওয়া শুরু করেছি। এরই মধ্যে বন্যার পানিতে তলিয়ে যায় আমার খেত। সব ফসল নষ্ট হয়ে গেছে।' 

মনসুরনগর ইউনিয়নের মাজনাবাড়ির কৃষক বক্কার শেখ বলেন, দুই বিঘার ধান সব নষ্ট হয়ে গেছে। গতবারের ক্ষতি পুষিয়ে উঠতে এবারও ধানের চারা লাগিয়েছিলাম। কিন্তু সেই ক্ষতি এবারও হলো। ভাবছি সেখানে মাষকলাইয়ের চাষ করব। 

কাজীপুর উপজেলা কৃষি কর্মকর্তা রেজাউল করিম আজকের পত্রিকাকে বলেন, চরাঞ্চলের কৃষকেরাই এবার বন্যায় সবচেয়ে বেশি ক্ষতির শিকার হয়েছেন। অনেকের আগাম লাগানো আধা পাকা ধানও পানিতে নিমজ্জিত হওয়ায় তা নষ্ট হয়ে গেছে। 

কৃষি কর্মকর্তা আরও বলেন, ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য সরকারিভাবে মাষকলাইয়ের বীজ বরাদ্দ করা হয়েছে। প্রথম পর্যায়ে সাড়ে ৯০০ কৃষক সরকারি এই প্রণোদনা পাবেন। তাঁদের মাষকলাই ও সরিষা চাষের জন্য প্রয়োজনীয় পরামর্শ ও সহায়তা দেওয়া হবে।

রাজশাহীতে ওসমান হাদির গায়েবানা জানাজা

প্রথম আলো, ডেইলি স্টারসহ সুশীল সংবাদপত্র অবশ্যই বন্ধ করতে হবে: রাকসু ভিপি

বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থীর মনোনয়ন ফরম তুললেন দণ্ডিত আসামি, খুঁজে পায় না পুলিশ

ভেকু দিয়ে যুবককে হত্যার ঘটনায় ৭ জনের বিরুদ্ধে মামলা

রাজশাহীতে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো আ.লীগ পরিত্যক্ত কার্যালয়

বগুড়ায় স্ত্রীকে হত্যা করে সেপটিক ট্যাংকে লাশ ফেলে থানায় নিখোঁজের জিডি

রাবিতে আওয়ামীপন্থী ডিনদের পদত্যাগের আলটিমেটাম রাকসুর জিএস আম্মারের

ঋত্বিক ঘটকের পৈতৃক ভিটা ভাঙচুরের সঙ্গে জড়িতদের শাস্তির দাবি

রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন অভিমুখে যাত্রা, পুলিশি বাধায় পণ্ড

আবাদি জমিতে পুকুর খননে বাধা, কৃষককে এক্সকাভেটরের নিচে ফেলে হত্যা