হোম > সারা দেশ > রাজশাহী

নওগাঁয় দাঁড়িয়ে থাকা বাসে আগুন

নওগাঁ প্রতিনিধি

নওগাঁর মহাদেবপুর উপজেলায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি বাসে অগ্নিকাণ্ড ঘটেছে। গতকাল রোববার রাতে উপজেলা সদরের মাসুদ পেট্রলপাম্পের বিপরীতের পাশে এই ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। মহাদেবপুর থানার পুলিশ পরিদর্শক আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাতে পেট্রলপাম্পের পাশে দাঁড়ানো ছিল রাহী ট্রাভেলসের একটি বাস। রাত সাড়ে ১১টার দিকে স্থানীয়রা হঠাৎ বাসটিতে আগুন জ্বলতে দেখেন। আগুনের তীব্রতা বাড়তে থাকলে তাঁরা পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। 

এ বিষয়ে মহাদেবপুর থানার পুলিশ পরিদর্শক আবুল কালাম আজাদ বলেন, রাত সাড়ে ১১টার দিকে বাসে অগ্নিকাণ্ডের খবর পাওয়া যায়। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। তবে বাসে কারা আগুন দিয়েছে তা এখনো জানা যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান পুলিশের এই কর্মকর্তা। 

মহাদেবপুর ফায়ার সার্ভিসের টিম লিডার আশরাফুল রহমান বলেন, রাতে বাসে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ত্রিশ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। বাসটির প্রায় ৫০ শতাংশ পুড়ে গেছে। এ সময় পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

রাজশাহীতে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

নির্বাচনে ব্যাপক প্রভাব কালোটাকার: বদিউল আলম

রাবিতে ভর্তি পরীক্ষা শুরু কাল, মানতে হবে যেসব নির্দেশনা

আচরণবিধি লঙ্ঘন: রাজশাহী-১ আসনের বিএনপির প্রার্থীকে আদালতে তলব

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তাকে চাকরিচ্যুত

গণভোটের ব্যালটের টিক চিহ্ন মানেই ঠিক: আলী রীয়াজ

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা