হোম > সারা দেশ > রাজশাহী

নওগাঁয় দাঁড়িয়ে থাকা বাসে আগুন

নওগাঁ প্রতিনিধি

নওগাঁর মহাদেবপুর উপজেলায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি বাসে অগ্নিকাণ্ড ঘটেছে। গতকাল রোববার রাতে উপজেলা সদরের মাসুদ পেট্রলপাম্পের বিপরীতের পাশে এই ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। মহাদেবপুর থানার পুলিশ পরিদর্শক আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাতে পেট্রলপাম্পের পাশে দাঁড়ানো ছিল রাহী ট্রাভেলসের একটি বাস। রাত সাড়ে ১১টার দিকে স্থানীয়রা হঠাৎ বাসটিতে আগুন জ্বলতে দেখেন। আগুনের তীব্রতা বাড়তে থাকলে তাঁরা পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। 

এ বিষয়ে মহাদেবপুর থানার পুলিশ পরিদর্শক আবুল কালাম আজাদ বলেন, রাত সাড়ে ১১টার দিকে বাসে অগ্নিকাণ্ডের খবর পাওয়া যায়। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। তবে বাসে কারা আগুন দিয়েছে তা এখনো জানা যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান পুলিশের এই কর্মকর্তা। 

মহাদেবপুর ফায়ার সার্ভিসের টিম লিডার আশরাফুল রহমান বলেন, রাতে বাসে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ত্রিশ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। বাসটির প্রায় ৫০ শতাংশ পুড়ে গেছে। এ সময় পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

মৎস্যজীবী পরিচয়ে পুকুর ইজারা যুবলীগ নেতার

সেলিম রেজার মনোনয়নে কনকচাঁপার ‘আলহামদুলিল্লাহ’

কণ্ঠশিল্পী কনকচাঁপা বাদ, বিএনপির মনোনয়ন পেলেন সেলিম

ঈশ্বরদীর মা কুকুরকে দেওয়া হলো দুই ছানা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষককে বরখাস্ত, পাঁচ শিক্ষার্থীকে বহিষ্কার

রাজশাহীতে ট্রাকচাপায় শিশু নিহত, মহাসড়ক অবরোধ

রাজশাহীর রাজবাড়ি ভাঙার কাজ বন্ধ করল প্রশাসন

সাংবাদিকদের তালাবদ্ধ রাখার হুমকি দেওয়া যুবশক্তির দুই নেতাকে অব্যাহতি

রাজশাহীর ১১ পয়েন্টে পুলিশের ফোর্স মোবিলাইজেশন ড্রিল

রাজশাহীতে গুঁড়িয়ে দেওয়া হলো রাজবাড়ী