হোম > সারা দেশ > পাবনা

চাটমোহরে সেচসাশ্রয়ী আউশ চাষে আগ্রহ কৃষকদের

চাটমোহর (পাবনা) প্রতিনিধি 

চাটমোহর উপজেলার ৮টি ইউনিয়ন ও পৌরসভা মিলে ১ হাজার ৪৫০ হেক্টর জমিতে রোপা আউশের চাষ হয়েছে। ছবি: আজকের পত্রিকা

চাটমোহরে সেচসাশ্রয়ী আউশ ধান চাষে কৃষকদের আগ্রহ বেড়েছে। চলতি মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় ভালো ফলনের আশা করছেন কৃষকেরা। কৃষি বিভাগও বলছে, আগাম বৃষ্টিপাতের কারণে সেচখরচ কমেছে এবং রোগ-পোকার আক্রমণও কম—এসব কারণে কাঙ্ক্ষিত উৎপাদন পাওয়া যাবে।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, উপজেলার আটটি ইউনিয়ন ও পৌরসভা মিলে ১ হাজার ৪৫০ হেক্টর জমিতে রোপা আউশের চাষ হয়েছে। বোনা আউশের পাশাপাশি রোপা আউশের পরিমাণও বেড়েছে।

আফরাতপাড়া গ্রামের কৃষক মকবুল হোসেন জানান, তিনি ১০ বিঘা জমিতে আউশ ধান আবাদ করেছেন। বলেন, ‘প্রাকৃতিক দুর্যোগ না হলে বিঘায় ২০ মণের বেশি ফলন পাব বলে আশা করছি।’

ভাদড়া গ্রামের কৃষক আলহাজ মহররম হোসেন বলেন, ‘আউশ চাষে খরচ কম, লাভ বেশি। আমি ব্রি-৮৫ জাতের ধানের চাষ করেছি, রাজস্ব প্রকল্পের প্রদর্শনী হওয়ায় ফলনও ভালো হবে।’

চাটমোহর উপজেলার ৮টি ইউনিয়ন ও পৌরসভা মিলে ১ হাজার ৪৫০ হেক্টর জমিতে রোপা আউশের চাষ হয়েছে। ছবি: আজকের পত্রিকা

বিলকুড়ুলিয়া গ্রামের কৃষক আবদুর রহিম বলেন, ‘৬ বিঘা জমিতে আউশ আবাদ করেছি। ফলন ভালো হলে এবং ন্যায্য দাম পেলে লাভবান হব।’

উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মনিরুল ইসলাম বলেন, ‘চলতি মৌসুমে তেমন কোনো রোগ-পোকার আক্রমণ হয়নি। কৃষকেরা আধুনিক পদ্ধতিতে চাষ করছেন, তাই ভালো ফলন পাবেন।’

উপজেলা কৃষি কর্মকর্তা কুন্তলা ঘোষ জানান, ‘চলতি মৌসুমে উফশী জাতের আউশ ধানের চাষ সম্প্রসারিত হয়েছে। প্রণোদনা কর্মসূচির আওতায় ১ হাজার ১০০ কৃষকের মধ্যে বিনা মূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে কৃষকেরা লাভবান হবেন।’

চিড়িয়াখানা ফাঁকা করে আবার প্রাণ ফেরানোর চেষ্টায় রাসিক

কৃষকেরা ধানের বীজতলা পলিথিন দিয়ে ঢেকে রাখেন যে কারণে

প্রাথমিকের শতভাগ বই এলেও সংকট মাধ্যমিকে

নারীকে গলা কেটে হত্যা, সাবেক স্বামী আটক

দেশের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে রাজশাহী

রাজশাহীতে প্রাথমিকের শতভাগ বই পৌঁছেছে, বিদ্যালয়গুলোতে যাচ্ছে নতুন বই

রাবি অফিসার সমিতি নির্বাচন: বিএনপিপন্থীদের নিরঙ্কুশ জয়, জামায়াতপন্থীদের ভরাডুবি

বিএনপিতে বিরোধ: রাজশাহীর ৪টি আসনে কোন্দল প্রকাশ্যে

তিনটি গরুর সঙ্গে মোটরসাইকেলের তেলও নিয়ে গেছে চোরেরা

তারেক রহমানের প্রত্যাবর্তন: বিএনপির নেতা-কর্মীদের বহনে পশ্চিমে চার জোড়া বিশেষ ট্রেন