হোম > সারা দেশ > রাজশাহী

শেরপুরে কাভার্ডভ্যানের চাপায় মাংস বিক্রেতা নিহত

শেরপুর (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার শেরপুরে কাভার্ডভ্যানের চাপায় বেলাল হোসেন (৫৭) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ মঙ্গলবার বেলা ১টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুর পৌরশহরের খেজুরতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন শেরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক আবদুল ওয়াদুদ। তিনি বলেন, ‘দুর্ঘটনাকবলিত কাভার্ডভ্যান ও এর চালক পুলিশি হেফাজতে রয়েছেন। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন কাভার্ডভ্যান গাড়িসহ চালক শরিফুল ইসলামকে (৩৪) আটক করে শেরপুর হাইওয়ে পুলিশের কাছে সোপর্দ করেছে। শরিফুলের বাড়ি নাটোর সদর থানার ধরাইল গ্রামে।

নিহত বেলাল হোসেনের বাড়ি শেরপুর পৌর শহরের উত্তর সাহাপাড়া এলাকায়। তিনি স্থানীয় বাজারে মাংস বিক্রি করতেন।

নিহতের পরিবার ও স্থানীয় লোকজন জানান, বেলাল আজ সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় একটি হাট থেকে ছাগল কিনে ভ্যানে করে শেরপুরে আসছিলেন। শহরের খেজুরতলা এলাকা দিয়ে শেরপুর বাসস্ট্যান্ড এলাকায় আসার পথে পেছন থেকে ভ্যানটিকে একটি কাভার্ডভ্যান চাপা দেয়।

বেলাল ভ্যান থেকে মহাসড়কের ওপর পড়ে গুরুতর জখম হন। পরে স্থানীয় লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন বলে পরিবারের লোকজন জানান।

নাটোরে আদালত প্রাঙ্গণে দুপক্ষের সংঘর্ষ, আটক ৩

রাকসু জিএস আম্মারের ‘মানসিক চিকিৎসা’র দাবিতে ছাত্রদলের মানববন্ধন

আচরণবিধি লঙ্ঘন: জামায়াতের নায়েবে আমিরকে শোকজ

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে টানানো ব্যানার সরিয়ে আম্মারের ভিডিও পোস্ট

দেশকে পাল্টে দিতে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা

নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে ১ লাখ পুলিশকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

রাবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, আসনপ্রতি লড়ছেন ৫৯ পরীক্ষার্থী

ভর্তি পরীক্ষায় বসে বাবাকে প্রশ্নপত্রের ছবি পাঠাতে গিয়ে ধরা

রাবিতে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

‎রাবিতে ভর্তি পরীক্ষায় ডিপসিক এআইয়ে উত্তর খুঁজছিল এক পরীক্ষার্থী