পাবনার সাঁথিয়ার মাধপুর বাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় পাঁচটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল বুধবার দিবাগত রাত ৩টায় এ দুর্ঘটনা ঘটে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।
ক্ষতিগ্রস্ত হোটেলের কর্মচারী মমিন বলেন, গতকাল রাতে আমরা হোটেলের কাজ করছিলাম। এমন সময় পাশের সাইদুলের মুদি দোকানের কফি মেশিনে আগুনের শিখা বের হয় এবং মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সাঁথিয়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এরই মধ্যে ওমরের হোটেল, সাইদুলের মুদি দোকান, মুকুলের মুদি দোকান, আক্তারের মুদি দোকান ও তপনের সেলুনের দোকান পুড়ে ছাই হয়ে যায়।
ঘটনার পর স্থানীয় ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম লিটন মোল্লা, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুর মোহাম্মদসহ স্থানীয় নেতাকর্মীরা ঘটনাস্থল পরিদর্শন করেন।