হোম > সারা দেশ > রাজশাহী

রায়হান শরীফ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ থেকে বরখাস্ত

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের শিক্ষক রায়হান শরীফকে সাময়িক বরখাস্ত করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের পার্সোনেল-১ শাখা থেকে প্রজ্ঞাপন জারি করে তাঁকে বহিষ্কার করা হয়।

আজ বুধবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. আমিরুল হোসেন চৌধুরী। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘ছাত্রদের যে দাবি ছিল, তা পূরণ হয়েছে। তাকে (রায়হান শরীফ) বহিষ্কার করা হয়েছে। এই মেডিকেল কলেজে সে আর ফিরে আসবে না। আগামীকাল বৃহস্পতিবার থেকে শিক্ষার্থীরা ক্লাসে ফিরে যাবে। তাদের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে।’

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘ডা. রায়হান শরীফ ফৌজদারি অপরাধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কর্তৃক গ্রেপ্তার হওয়ায় তাঁকে সাময়িক বরখাস্ত করা হলো। সাময়িক বরখাস্তকালীন তিনি বিধি মোতাবেক খোরপোশ ভাতা প্রাপ্ত হবেন। প্রজ্ঞাপনে রাষ্ট্রপতির আদেশক্রমে স্বাক্ষর করেছেন উপসচিব দুর-রে শাহওয়াজ।’ 

এদিকে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের তৃতীয় বর্ষের ছাত্র আরাফাত আমিন তমালকে গুলি করার প্রতিবাদে আজও ক্লাস বর্জন করেছেন শিক্ষার্থীরা। প্রতিবাদে তাঁরা কালো ব্যাজ ধারণ করেছেন। কলেজ ক্যাম্পাসে মিছিল ও সমাবেশ করার কথা থাকলেও দুপুরে দিকে তা স্থগিত করেন শিক্ষার্থীরা।

শিশু সাজিদের মৃত্যু: মামলা করবে না পরিবার, ডিসি বললেন মামলা হবে

ব্যবসায়ীর দোকানে হামলা, মারধর করে টাকা লুটের অভিযোগ

স্কুলছাত্রীকে শ্লীলতাহানির মামলায় ছাত্রদল নেতা কারাগারে

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন ২১ ডিসেম্বর

সিরাজগঞ্জে অডিটরিয়ামের ওয়াশরুম থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

জয়পুরহাটে ট্রাক–ভ্যান সংঘর্ষে নিহত ১

সাজিদের মৃত্যুতে রাষ্ট্রের কাছে ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি

দুর্গাপুরে বধ্যভূমিতে শহীদদের স্মরণে শ্রদ্ধা ও মোনাজাত

রাকসুর জিএসকে ‘হত্যার হুমকি’ দিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার ফেসবুক পোস্ট

বগুড়ায় ট্রাক-অটোরিকশার সংঘর্ষে চালক নিহত, আহত তিন