হোম > সারা দেশ > বগুড়া

বগুড়ায় ‘আদিবাসী পরিষদের’ মিছিল ও সমাবেশ

বগুড়া প্রতিনিধি

ক্ষুদ্র নৃগোষ্ঠীর জনপদের মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিতসহ সারা দেশে নির্যাতন এবং তাদের ভূমি দখলের প্রতিবাদে বগুড়ায় মিছিল ও সমাবেশ হয়েছে।

আজ মঙ্গলবার দুপুর ১২টায় জাতীয় আদিবাসী পরিষদ বগুড়া জেলা শাখার উদ্যোগে শহরে একটি মিছিল বের করা হয়। মিছিল শেষে সমাবেশ অনুষ্ঠিত হয়। 

সমাবেশে বগুড়া জেলার সভাপতি সন্তোষ কুমার সিংয়ের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি রবীন্দ্রনাথ সরেন। 

প্রধান অতিথির বক্তব্যে রবীন্দ্রনাথ সরেন বলেন, ‘আদিবাসীদের মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি ও ভূমির অধিকার দিতে হবে। সমতলের আদিবাসীদের জন্য ভূমি কমিশন গঠন ও শিক্ষা-সংস্কৃতি রক্ষায় কার্যকর পদক্ষেপ নিতে হবে।’ 

তিনি আরও বলেন, ‘বগুড়ায় আদিবাসীদের ওপর হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। ভূমি অধিকার নিশ্চিত করে ক্ষুদ্র নৃগোষ্ঠীর লোকজনের বসতবাড়ি ও ফসলি জমি জোরপূর্বক জবরদখল বন্ধ করতে হবে।’

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাসদ কেন্দ্রীয় কমিটির সহকারী সম্পাদক রাশেকুজ্জামান রতন, জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) গণেশ মার্ডি, সাংগঠনিক সম্পাদক বিমল চন্দ্র রাজোয়ার, দপ্তর সম্পাদক সুবাশ চন্দ্র হেমব্রম, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক নরেন চন্দ্র, বগুড়া জেলা বাসদের আহ্বায়ক অ্যাডভোকেট সাইফুল ইসলাম পল্টু, নাটোর জেলার সভাপতি প্রদীপ লাকড়া, সাংগঠনিক সম্পাদক যাদু কুমার দাস, গাইবান্ধা জেলার সভাপতি সিলিমন, নওগাঁ জেলার সদস্যসচিব মার্কিন মুরমু। 

নারীকে গলা কেটে হত্যা, সাবেক স্বামী আটক

দেশের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে রাজশাহী

রাজশাহীতে প্রাথমিকের শতভাগ বই পৌঁছেছে, বিদ্যালয়গুলোতে যাচ্ছে নতুন বই

রাবি অফিসার সমিতি নির্বাচন: বিএনপিপন্থীদের নিরঙ্কুশ জয়, জামায়াতপন্থীদের ভরাডুবি

বিএনপিতে বিরোধ: রাজশাহীর ৪টি আসনে কোন্দল প্রকাশ্যে

তিনটি গরুর সঙ্গে মোটরসাইকেলের তেলও নিয়ে গেছে চোরেরা

তারেক রহমানের প্রত্যাবর্তন: বিএনপির নেতা-কর্মীদের বহনে পশ্চিমে চার জোড়া বিশেষ ট্রেন

চোর সন্দেহে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন: মবের ভুক্তভোগীকে জেল, হাসপাতালে মৃত্যু

কাজ করার পরেও ডিস্টার্ব করতে আসলে ১, ২, ৩, ৪ করে দেব: জিএস আম্মার

‘ছাত্রদল আপনার মতো আম্মারকে ৩০ মিনিটে বের করে দিতে সক্ষম’, ভিডিও ভাইরাল