হোম > সারা দেশ > রাজশাহী

শিক্ষা সহায়তা দিয়ে জুলাই যোদ্ধার পাশে রুয়েট

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী এক শিক্ষার্থীকে শিক্ষা সহায়তা দেয় রুয়েট কর্তৃপক্ষ। ছবি: আজকের পত্রিকা

শিক্ষা সহায়তা দিয়ে জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী এক শিক্ষার্থীর পাশে দাঁড়িয়েছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)। আজ বৃহস্পতিবার দ্বিতীয় দিনের মতো ‘জুলাই গণ-অভ্যুত্থান পুনর্জাগরণ’ শীর্ষক কর্মসূচিতে ওই শিক্ষার্থীকে শিক্ষা সহায়তা দেওয়া হয়।

সহায়তা পাওয়া কৌশিক ইসলাম অপূর্ব রাজশাহী শিক্ষা বোর্ড মডেল স্কুল অ্যান্ড কলেজের ছাত্র। গত বছরের ৫ আগস্ট দুপুরে রাজশাহী নগরের আলুপট্টি এলাকায় পায়ে গুলিবিদ্ধ হয়েছিলেন তিনি। হাসপাতালে নেওয়ার পথে আরও একবার হামলার শিকার হন এই শিক্ষার্থী। রুয়েট পরিবারের পক্ষ থেকে তাঁর হাতে ১ লাখ টাকার একটি চেক হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‘জুলাই গণ-অভ্যুত্থান পুনর্জাগরণ’ আয়োজক কমিটির সভাপতি ও রুয়েটের ছাত্র কল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম সরকার। প্রধান অতিথি ছিলেন রুয়েটের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল কাদের জিলানী।

বিশেষ অতিথি ছিলেন যন্ত্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মো. নুরুল ইসলাম, আইপিই বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. মোশাররফ হোসেন এবং ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আরিফ আহম্মদ চৌধুরী। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইটিই বিভাগের সহকারী অধ্যাপক মো. আবু ইসমাইল সিদ্দিকী ও ইসিই বিভাগের সহকারী অধ্যাপক ঐশী জ্যোতি।

চাঁদা চাইতে গিয়ে পিটুনির শিকার বিএনপির কর্মী

রাবি ক্যাম্পাসে শিক্ষকের গাড়ির ধাক্কায় পা ভাঙল ছাত্রীর

রাজশাহীতে কলার হাটে ট্রাক উল্টে মৃতের সংখ্যা বেড়ে ৫

স্বামীর হাত ধরে ট্রেনে ওঠার সময় দুর্ঘটনায় প্রাণ গেল স্ত্রীর

‘আওয়ামী লীগ থেকে জামায়াতে আসেন, দায়দায়িত্ব আমাদের’

ভেকু দিয়ে যুবক হত্যায় আরও একজন গ্রেপ্তার, এখনো অধরা বিএনপি নেতারা

রাজশাহীতে কলার হাটে উল্টে পড়ল বালুবাহী ট্রাক, নিহত ৪

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ভ্যানচালক ফারুক হত্যা মামলার ৬ আসামি পালানোর সময় গ্রেপ্তার

সিরাজগঞ্জে ৯২৩ ভোটকেন্দ্রের ১৭৮টি ‘অধিক ঝুঁকিপূর্ণ’