হোম > সারা দেশ > রাজশাহী

ছুরিকাঘাতে মেডিকেল শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় বিক্ষোভ

বগুড়া প্রতিনিধি

বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের শিক্ষার্থী মেহেরাজ হোসেন ফাহিমের (২৬) মৃত্যুর সংবাদে আবারও বিক্ষোভে ফেটে পড়ে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ। আজ রোববার (৩ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে কলেজের সামনে ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন শজিমেক শিক্ষার্থীরা। 

হত্যাকারীদের দ্রুত বিচার নিষ্পত্তিসহ ৬ দফা দাবিতে স্লোগান দিতে থাকেন তাঁরা।

৬ দফা দাবিগুলো হলো:
১. কলেজের গেটের সামনে যে সমস্ত অনিবন্ধিত দোকান রয়েছে সেসব সরিয়ে দিতে হবে এবং ট্রেড লাইসেন্স যাচাইসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।

২. ক্যাম্পাস এলাকায় বিকেল ৪টা থেকে ১০টা পর্যন্ত পুলিশ টহল বাড়ানো ও সকল শিক্ষার্থীদের নিরাপত্তা জোড়দার করতে হবে।

৩. কলেজের সকল রাস্তা এবং অন্ধকারাচ্ছন্ন অলিগলিতে আলোর ব্যবস্থা করতে হবে।

৪. বহিরাগতদের কলেজ ক্যাম্পাসের আশপাশে যেন ঢুকতে না পারে এ জন্য আনসার বাহিনী মোতায়েন করতে হবে।

৫. কলেজের গেটে এবং আশপাশে সিসি ক্যামেরা বসাতে হবে।

৬। সেই সঙ্গে এই হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করতে হবে।

পরে সন্ধ্যা ৬টার দিকে কলেজের প্রিন্সিপাল ডা. রেজাউল আলম জুয়েল এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শরাফত ইসলামের আশ্বাসে অবরোধের তুলে নেন শিক্ষার্থীরা। তবে তাঁদের দাবিগুলো বাস্তবায়ন করা না হলে আবারও আন্দোলন করবেন বলেও জানান তাঁরা।

প্রতীক বরাদ্দের আগেই ফেসবুকে প্রচার, প্রার্থীকে আদালতে তলব

রাজশাহীতে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

নির্বাচনে ব্যাপক প্রভাব কালোটাকার: বদিউল আলম

রাবিতে ভর্তি পরীক্ষা শুরু কাল, মানতে হবে যেসব নির্দেশনা

আচরণবিধি লঙ্ঘন: রাজশাহী-১ আসনের বিএনপির প্রার্থীকে আদালতে তলব

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তাকে চাকরিচ্যুত

গণভোটের ব্যালটের টিক চিহ্ন মানেই ঠিক: আলী রীয়াজ

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার