হোম > সারা দেশ > চাঁপাইনবাবগঞ্জ

গোমস্তাপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে স্কুলে যাওয়ার পথে ট্রাক্টরের চাপায় ষষ্ঠ শ্রেণির এক ছাত্র নিহত হয়েছে। আজ রোববার সকালে শেখপাড়া ডিসির মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত স্কুলছাত্রের নাম আব্দুল্লাহ আল আজিজ (১২)। সে উপজেলার রাধানগর ইউনিয়নের রোকনপুর গ্রামের বাসিন্দা নাইমুল হক মাস্টারের ছেলে। 

স্থানীয়রা জানায়, রোববার সকাল ৯টার দিকে বাবার সঙ্গে আজিজ মোটরসাইকেলে করে রোকনপুর উচ্চবিদ্যালয়ে যাচ্ছিল। পথে শেখপাড়া গ্রামসংলগ্ন ডিসির মোড়ে মোটরসাইকেলটি ট্রাক্টরের সঙ্গে ধাক্কা লাগে। ওই সময় মোটরসাইকেলের পেছনে থাকা ছেলে আজিজ ট্রাক্টরের চাকার নীচে পড়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া পথে সে মারা যায়। 

রোকনপুর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলাউদ্দিন জানান, নিহত আজিজ তাঁর প্রতিষ্ঠানের ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল। এ ছাড়া তার বাবা নাইমুল হক ওই প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক। সড়ক দুর্ঘটনায় নিহত ছাত্র আব্দুল্লাহ আল আজিজের অকালমৃত্যুতে শোক ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি। 

এ বিষয়ে গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কুমার দাস জানান, নিহত স্কুলছাত্রের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। পরে পরিবারের কাছে ছাত্রের মরদেহ তুলে দেওয়া হয়েছে। ট্রাক্টরটি স্থানীয় জনতা আটকে রেখেছে। এ ঘটনায় গোমস্তাপুর থানায় অপমৃত্যুর (ইউডি) মামলা হয়েছে।

‘আওয়ামী লীগ থেকে জামায়াতে আসেন, দায়দায়িত্ব আমাদের’

ভেকু দিয়ে যুবক হত্যায় আরও একজন গ্রেপ্তার, এখনো অধরা বিএনপি নেতারা

রাজশাহীতে কলার হাটে উল্টে পড়ল বালুবাহী ট্রাক, নিহত ৪

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ভ্যানচালক ফারুক হত্যা মামলার ৬ আসামি পালানোর সময় গ্রেপ্তার

সিরাজগঞ্জে ৯২৩ ভোটকেন্দ্রের ১৭৮টি ‘অধিক ঝুঁকিপূর্ণ’

নাগরিকত্ব ছেড়ে যুক্তরাজ্যপ্রবাসীর মনোনয়নপত্র দাখিল, হলফনামায় নেই স্বাক্ষর

মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে রাজশাহী

রাজশাহীতে কৃষক লীগ নেত্রী ও আ.লীগ সমর্থক আইনজীবীর মনোনয়নপত্র দাখিল

খালেদা জিয়ার মৃত্যু: শোকে স্তব্ধ বগুড়াবাসী