উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষার দ্বিতীয় দিনে রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ২ হাজার ২৮২ জন পরীক্ষার্থী পরীক্ষা দেননি। আজ মঙ্গলবার বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এই পরীক্ষায় অসদুপায় অবলম্বনের জন্য এক পরীক্ষার্থীকে বহিষ্কারও করা হয়েছে।
পরীক্ষা শেষে রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আরিফুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, বহিষ্কৃত শিক্ষার্থীর পাবনার সুজানগর মহিলা কলেজের শিক্ষার্থী। আজ মঙ্গলবার রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে ২০১টি কেন্দ্রে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হয়।
পরীক্ষা নিয়ন্ত্রক আরও জানান, এদিন মোট ১ লাখ ২৬ হাজার ৯১৩ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নেওয়ার কথা ছিল। কিন্তু পরীক্ষায় বসেছে ১ লাখ ২৪ হাজার ৬৩১ জন। পরীক্ষায় অংশ নেননি ২ হাজার ২৮২ জন। মোট পরীক্ষার্থীর তুলনায় অনুপস্থিতির হার ১ দশমিক ৮০ শতাংশ।