হোম > সারা দেশ > রাজশাহী

রাণীনগরে ব্যবসায়ীকে কুপিয়ে জখম করল দুর্বৃত্তরা

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি 

প্রতীকী ছবি

নওগাঁর রাণীনগরে দেলোয়ার হোসেন (৩৯) নামের এক ব্যবসায়ীকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে আবাদপুকুর-কালীগঞ্জ সড়কের ডাকাহারের মোড় এলাকায় এই ঘটনা ঘটে।

আহত দেলোয়ার কালীগ্রাম ডাকাহার পাড়া গ্রামের মৃত জাহিদুল ইসলামের ছেলে। দেলোয়ার জখম হওয়ার বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম। তিনি বলেন, ‘এই ঘটনায় কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

আহত দেলোয়ার হোসেন জানান, আবাদপুকুর চারমাথায় দেলোয়ারের তাসনিম পেপার হাউস ও ফটোকপির দোকান রয়েছে। সেইসঙ্গে বিকাশে লেনদেনের ব্যবসাও রয়েছে। গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে দোকান বন্ধ করে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার সময় আবাদপুকুর-কালীগঞ্জ সড়কের ডাকাহারের মোড় এলাকায় পৌঁছালে ৫-৭ জন মুখোশধারী মোটরসাইকেল চলন্ত অবস্থায় লোহার রড দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকেন। এ সময় রক্তাক্ত অবস্থায় কোনো রকমে ছুটে বাড়িতে পৌঁছান দেলোয়ার। পরে পরিবারের লোকজন তাঁকে উদ্ধার করে আবাদপুকুর একটি ক্লিনিকে ভর্তি করেন।

দেলোয়ার বলেন, হামলাকারীরা হয়তো ছিনতাইয়ের উদ্দেশ্যেই পথরোধ করেছিলেন। কিন্তু মোটরসাইকেল আটকাতে না পেরে কোনো কিছু নিতে পারেননি।

প্রতীক বরাদ্দের আগেই ফেসবুকে প্রচার, প্রার্থীকে আদালতে তলব

রাজশাহীতে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

নির্বাচনে ব্যাপক প্রভাব কালোটাকার: বদিউল আলম

রাবিতে ভর্তি পরীক্ষা শুরু কাল, মানতে হবে যেসব নির্দেশনা

আচরণবিধি লঙ্ঘন: রাজশাহী-১ আসনের বিএনপির প্রার্থীকে আদালতে তলব

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তাকে চাকরিচ্যুত

গণভোটের ব্যালটের টিক চিহ্ন মানেই ঠিক: আলী রীয়াজ

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার