হোম > সারা দেশ > রাজশাহী

রাণীনগরে ব্যবসায়ীকে কুপিয়ে জখম করল দুর্বৃত্তরা

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি 

প্রতীকী ছবি

নওগাঁর রাণীনগরে দেলোয়ার হোসেন (৩৯) নামের এক ব্যবসায়ীকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে আবাদপুকুর-কালীগঞ্জ সড়কের ডাকাহারের মোড় এলাকায় এই ঘটনা ঘটে।

আহত দেলোয়ার কালীগ্রাম ডাকাহার পাড়া গ্রামের মৃত জাহিদুল ইসলামের ছেলে। দেলোয়ার জখম হওয়ার বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম। তিনি বলেন, ‘এই ঘটনায় কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

আহত দেলোয়ার হোসেন জানান, আবাদপুকুর চারমাথায় দেলোয়ারের তাসনিম পেপার হাউস ও ফটোকপির দোকান রয়েছে। সেইসঙ্গে বিকাশে লেনদেনের ব্যবসাও রয়েছে। গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে দোকান বন্ধ করে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার সময় আবাদপুকুর-কালীগঞ্জ সড়কের ডাকাহারের মোড় এলাকায় পৌঁছালে ৫-৭ জন মুখোশধারী মোটরসাইকেল চলন্ত অবস্থায় লোহার রড দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকেন। এ সময় রক্তাক্ত অবস্থায় কোনো রকমে ছুটে বাড়িতে পৌঁছান দেলোয়ার। পরে পরিবারের লোকজন তাঁকে উদ্ধার করে আবাদপুকুর একটি ক্লিনিকে ভর্তি করেন।

দেলোয়ার বলেন, হামলাকারীরা হয়তো ছিনতাইয়ের উদ্দেশ্যেই পথরোধ করেছিলেন। কিন্তু মোটরসাইকেল আটকাতে না পেরে কোনো কিছু নিতে পারেননি।

মৎস্যজীবী পরিচয়ে পুকুর ইজারা যুবলীগ নেতার

সেলিম রেজার মনোনয়নে কনকচাঁপার ‘আলহামদুলিল্লাহ’

কণ্ঠশিল্পী কনকচাঁপা বাদ, বিএনপির মনোনয়ন পেলেন সেলিম

ঈশ্বরদীর মা কুকুরকে দেওয়া হলো দুই ছানা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষককে বরখাস্ত, পাঁচ শিক্ষার্থীকে বহিষ্কার

রাজশাহীতে ট্রাকচাপায় শিশু নিহত, মহাসড়ক অবরোধ

রাজশাহীর রাজবাড়ি ভাঙার কাজ বন্ধ করল প্রশাসন

সাংবাদিকদের তালাবদ্ধ রাখার হুমকি দেওয়া যুবশক্তির দুই নেতাকে অব্যাহতি

রাজশাহীর ১১ পয়েন্টে পুলিশের ফোর্স মোবিলাইজেশন ড্রিল

রাজশাহীতে গুঁড়িয়ে দেওয়া হলো রাজবাড়ী