রাজশাহী: রাজশাহীতে হিরোইন ও ইয়াবাসহ তিন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব-৫। রাজশাহীর মোল্লাপাড়া এবং নাটোর ক্যাম্পের দুটি দল আলাদা তিনটি অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে।
গতকাল রোববার সন্ধ্যায় রাজশাহী মহানগরীর মোহনপুর এলাকায় অভিযান চালিয়ে ৫৭৫ গ্রাম হিরোইনসহ সুমনকে গ্রেপ্তার করে। এছাড়া একই ক্যাম্পের আরেকটি দল রাত সাড়ে ১০টায় রাজশাহী মহানগরীর উপকণ্ঠ শমসাদিপুর এলাকায় অভিযান চালিয়ে এক হাজার পিস ইয়াবা বড়িসহ বাহাদুর গেদুকে গ্রেপ্তার করে। একইদিনে নাটোর ক্যাম্পের একটি দল দিবাগত রাত সাড়ে ১১টায় রাজশাহীর জোতভাগিরতপুর নতুন জামিরা গ্রামে অভিযান চালিয়ে ৫৯ গ্রাম হিরোইনসহ রুবেলকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার তিনজন হলেন- রাজশাহীর চারঘাট উপজেলার হলিদাগাছী গ্রামের মঞ্জুরুল ইসলাম ওরফে সুমন (৩৫), বেলপুকুর থানার জোতভাগিরতপুর নতুন জামিরা গ্রামের রুবেল শাহ (৩০) এবং চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার রশুনচকপূর্বপাড়া গ্রামের বাহাদুর গেদু (৬৫)।
সোমবার র্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। র্যাব জানায়, এই তিন মাদক কারবারির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আলাদা আলাদা মামলা করা হয়েছে।