রাজশাহীর বাঘার পদ্মায় জালে ধরা পড়েছে ১৩ কেজি ওজনের পাঙাশ মাছ।
আজ মঙ্গলবার বেলা ২টার দিকে উপজেলার চকরাজাপুর ইউনিয়নের কালিদাসখালী এলাকায় পদ্মা নদীতে মাছটি পেয়েছেন জেলে কহিনুর রহমান।
কহিনুর রহমান পদ্মার মধ্যে চকরাজাপুর ইউনিয়নের কালিদাসকালী চরের বাসিন্দা রশিদ শেখের ছেলে। মাছটি এক হাজার টাকা কেজি দরে ১৩ হাজার টাকায় কিনেছেন স্থানীয় লোকজন।
জেলে কহিনুর রহমান বলেন, ‘প্রতিদিন নৌকা ও জাল নিয়ে পদ্মা নদীতে মাছ ধরি। পদ্মা নদীতে মাছ ধরতে গেলে কম-বেশি মাছ পাওয়া যায়। আজ এত বড় মাছ পাব ভাবিনি। তবে কোনো কোনো সময়ে এর চেয়ে বড় মাছ ধরা পড়েছে পদ্মায়। মাছটি পেয়ে খুশি হয়েছি। মাছটি ১৩ হাজার টাকায় স্থানীয় কয়েকজন মিলে কিনেছেন।’